কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? সেয়ানে সেয়ানে লড়াই চলছে। আপাতত মুখ্যমন্ত্রী বাছতে দিল্লিতে বৈঠকে কংগ্রেসের তামাম শীর্ষ নেতারা। হাজির রয়েছেন যুযুধান সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারও।
কুর্সি দখলে কার পাল্লা কতটা ভারী? কর্ণাটকের দুই হেভিওয়েট কংগ্রেসীর শক্তি, সুযোগ, ঝুঁকি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ একনজরে-
সিদ্দারামাইয়া
শক্তি-
- দলীয় সূত্রে খবর, কর্ণাটকের ১৩৫ জন জয়ী প্রার্থীর মধ্যে ৯০ জনের সমর্থনই রয়েছে সিদ্দারামাইয়াকে দিকে।
- রাজ্য রাজনীতিতে প্রচণ্ড অভিজ্ঞতা এবং মর্যাদা সম্পন্ন কংগ্রেসী রাজনীতিক।
- মুসলিম এবং কুরুবা সম্প্রদায়ের মধ্যে ভিত্তি থেকে ব্যাপক সমর্থন
দুর্বলতা-
- ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে এককভাবে ক্ষমতায় না ফেরাতে পারা।
ঝুঁকি-
- সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রীর কুর্সি না দিলে তা দেশের শতাব্দী প্রাচীন দল রাজনৈতিক কংগ্রেসের কাছে বড় ঝুঁকির হবে। কারণ কুরুবা এবং মুসলিম সম্প্রদায়গুলি কর্ণাটক জুড়ে ছড়িয়ে আছে। এই দুই সম্প্রদায় থেকেই দলের বহু বিধায়করয়েছে। তাঁদের সমর্থন রয়েছে অভিজ্ঞ সিদ্দারামাইয়ার সঙ্গে।
সুযোগ-
- সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্য মুখ সিদ্দারামাইয়া। ফলে আগামিতে ভোটবাক্সে লাভের গুড় ঘরে তুলতে পারে কংগ্রেস।
ডিকে শিবকুমার
শক্তি-
- গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কর্ণাটকের তুমুল জয়ের নেতৃত্ব দিয়েছেন।
- কর্ণাটকে রাজনৈতিকভাবে প্রভাবশালী লিঙ্গায়ত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের নেতাদের সমর্থন রয়েছে শিবকুমারের সঙ্গে।
- প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কঠিন সময়ে দলকে সফলভাবে পরিচালনা করেছেন।
- সনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর আনুকূল্য পেতে পারেন। তিনি একবার গান্ধীদের আস্থাভাজন আহমেদ প্যাটেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন।
দুর্বলতা-
- জয়ী প্রার্থীদের তুলনায় কম সমর্থন শিবুমারের ঝুলিতে।
- শিবকুমারের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ, আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি মামলা যার তদন্ত করছে সিবিআই। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের বাধা পেতে পারেন।
ঝুঁকি-
- বিরাট জয়ের পর শিবকুমার মুখ্যমন্ত্রী পদের প্রবল দাবিদার। তিনি নিজেও এটা বিশ্বাস করেন। ফলে কুর্সি না পেলে কংগ্রেস সংগঠন ও সরকারে তার প্রবাব পড়ার আশঙ্কা।
সুযোগ-
- শিবকুমারের নেতৃত্বে, কংগ্রেস ২০১৮ সালের তুলনায় লিঙ্গায়ত অঞ্চলে ২৮টি বেশি আসন জিতেছে। মুখ্যমন্ত্রী পদ তাঁর কাছে গেলে সমালোচকদের কড়া জবাব দিতে পারবে কংগ্রেস।