Advertisment

ফের অধিকারী পরিবারে তৃণমূলের কোপ, অপসারিত শিশির অধিকারী

বর্ষীয়াণ তৃণমূল নেতা শিশির অধিকারীর প্রতি এই পদক্ষেপ শুভেন্দু-সৌমেন্দু দল ছাড়ারই পাল্টা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অপসারিত শিশির অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারীকে। তাঁর জায়গায় বসানো হল অখিল গিরিকে। পর্ষদের ভাইস চেয়ারম্যান হচ্ছেন তরুণ জানা। এই রদবদল সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন কাঁথির সাংসদ।

Advertisment

কেন এই অপসারন? দায়িত্বে এসেই রামনগরের বিধায়ক অখিল গিরির অভিযোগ করেছেন, গত ২ বছর ধরে শিশিরবাবু পর্যদের কোনও কাজ করেননি। উন্নয়ন থমকে রয়েছে। সেই কারণেই তাঁকে সরানো হয়েছে। তবে, এই যুক্তিতে জল্পনা থেমে থাকছে না। বর্ষীয়াণ তৃণমূল নেতা শিশির অধিকারীর প্রতি এই পদক্ষেপ শুভেন্দু-সৌমেন্দু দল ছাড়ারই পাল্টা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

publive-image

রাজ্যের শাসক দলের অন্দরের গোষ্ঠী রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচচিত অখিল গিরি। স্বাভাবিকভাবেই শিশির-শুভেন্দুদের সঙ্গে রামনগরের বিঝধায়কের সম্পর্ক বালো নয়। সম্পর্ক খুব ভালো নয়। শুভেন্দুর দলত্যাগের পরে পূর্ব মেদিনীপুরের তৃণমূলী রাজনীতির রাশ এখন গিরি পরিবারের হাতে। সেই প্রেক্ষাপটে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দেওয়ার ঘটনা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে।

শুভেন্দু দল ছাড়র পর অধিকারী পরিবারের বাকি তিন সদস্য সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির প্রাক্তন পুর প্রশাসক তৃণমূলেই থাকছেন বলে জানিয়েছিলেন। কিন্তু দলবীয় কোনও সভায় দেখা যাচ্ছিল না তাঁদের। জল্পনা তৈরি হয় তাহলে কী শুভেন্দুর পথেই জোড়া-ফুল ছেড়ে পদ্মমুখী শিশির, দিব্যেন্দু ও সৌমেন্দু! এর মাধেই তৃণমূল যুব সভাপতির আক্রমণের জবাব দিতে গিয়ে ব্যারাকপুরে শুভেন্দু জানান, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। ফলে চর্চা আরও বাড়তে থাকে।

এরপরই কাঁথির পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। রাজ্য সরাকরের এই পদক্ষেপের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। ভাই শুভেন্দুর হাত ধরে যোগ দেন বিজেপিতে। সোমেন্দুর প্রতি দলের ব্যবহারের সমালোচনা করেন অধিকারী পরিবারের আরেক সদস্য সাংসদ দিব্যেন্দু অধিকারী। জানিয়েছিলেন পুরসভায় সাংসদের জন্য বরাদ্দ দফতরে আর বসবেন না তিনি।

শুভেন্দুর দল বদলের পর পরই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল করা হয়েছে। প্রাধান্য পেয়েছেন গিরি পরিবারের সদস্য ও ঘনিষ্টরা। এবার অপসারন করা হল শিশির অধিকারীকে। যা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Digha Sisir Adhikari
Advertisment