গত সাত বছরে কেন্দ্রের অর্থ ও বিদেশনীতিকে তুলে ধরে উত্তরসূরিকে নিশানা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যা নিয়ে চর্চা তুঙ্গে। এবার দেশের উদার অর্থনীতির জনক ডঃ মনমোহন সিংকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, 'উনি (মনমোহন সিং) এমন এক প্রধানমন্ত্রী যিনি ভারতকে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত করার জন্য স্মরণীয়।' তাঁর প্রশ্ন, 'উনি আচমকাই দেশের অর্থনীতি নিয়ে মুখ খুলেছেন, সেটা কি শুধু পাঞ্জাব নির্বাচনের কথা বিবেচনা করে?'
পাঞ্জাবিতে এক ভিডিও বার্তায় প্রাক্তম প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, ' মানুষ সমস্যায় রয়েছে। সাড়ে সাত বছর ধরে ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকার নিজেদের ভুল স্বীকারের বদলে আজও প্রথম প্রধানমন্ত্রী নেহরুকে দোষারোপ করছে। আমার মতে, প্রধানমন্ত্রীর পদের নিজস্ব মর্যাদা আছে। নিজেদের ভুলের জন্য ইতিহাসকে দোষ না দিয়ে সেই মর্যাদা বজায় রাখা উচিত। আমি যে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলাম আমার কাজ কথা বলেছে। আমি কখনও বিশ্বের কাছে দেশের সম্মানহানি হতে দিইনি।'
এরপরই নির্মলা সীতারমণ বলেছিলেন, 'উনি এমন এক প্রধানমন্ত্রী যিনি ভারতকে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত করার জন্য স্মরণীয় থাকবেন। টানা বাইশ মাসেও যিনি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এই প্রধানমন্ত্রী, যিনি চোখের সামনে দেখেছিলেন দেশের মূলধন বাইরে চলে যাচ্ছে। অথচ উনি এখন আচমকাই দেশের অর্থনীতি নিয়ে কথা বলছেন। সেটা কি পাঞ্জাব নির্বাচনের কথা মাথায় রেখে?'
আরও পড়ুন - ‘সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মন্তব্য অযাচিত’, রাষ্ট্রদূতকে ডেকে সাফ জানাল দিল্লি
শুধু সমালোচনার জন্য একজন 'শিক্ষিত প্রধানমন্ত্রী'র কাছ থেকে এই ধরণের মন্তব্য তিনি আশা করেননি বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, 'উনি সর্বস্তরের (ইনক্লুসিভ) আগ্রগতির কথা বলেছেন। তাহলে পাঞ্জাবে যখন লাভের জন্য যখন ভ্যাকসিন বিক্রি হচ্ছিল তখন তিনি কেন কথা বলতে পারেননি? (কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভ্যাকসিন বেসরকারি হাসপাতে পাঠানোর অভিযোগ ছিল)'
এরপর আরও সুর চড়িয়ে নির্মলা বলেছেন, 'ডঃ মনমোহন সিং আপনার প্রতি আমার অগাধ সম্মান রয়েছে, তবে আপনার থেকে এটা আশা করিনি। শুধুমাত্র নির্বাচনের জন্য দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদকে ভারত সম্পর্কে খারাপ কথা বলানো হবে। যখন অতিমারী সত্ত্বেও বিশ্বের দ্রুত অগ্রগতি সম্পন্নদের মধ্যে ভারতীয় অর্থনীতি শীর্ষে।'
জিডিপি-র পরিসংখ্যান উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ' বাজার মূল্যের দর এখন ২৩২ লক্ষ কোটি টাকা, যেখানে সাত-আট বছর আগে এটি ছিল ১১০ লক্ষ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৬৩০ মার্কিন বিলিয়ন ডলার, যা সাত বছর আগের ২৭৫ মার্কিন বিলিয়ন ডলার। ২০১৩-১৪ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৯.৫ শতাংশ, যেখানে এখন সেই হার ৫.২৩ শতাংশ।'
স্টক এক্সচেঞ্জের তুলনা টেনেও মনমোহন সরকারকে আক্রম করেন নির্মলা সীতারমণ।
Read in English