Advertisment

Suvendu Adhikari: 'বাংলার অবস্থা ৩৫৬-র থেকে খারাপ', শাহকে নালিশ শুভেন্দুর

শাসক দল তৃণমূলের মদতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিবেশ কায়েম হয়েছে বলে অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu amit shah

অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ।

বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কড়া নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূলের মদতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিবেশ কায়েম হয়েছে বলে অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের। বাংলায় ৩৫৬ দারা প্রয়োগের থেকেও খারপ অবস্থা জারি রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু।

Advertisment

কী বলেছেন শুভেন্দু?

বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে কলকাতা সহ বিভিন্ন জেলায় নেতা, কর্মীরা ‘আক্রান্ত ও ঘরছাড়া’ বলে বিজেপি দাবি করছে। পাশাপাশি দাবি, হত্যা করা হয়েছে ২০ জনকে। নিশানায় তৃণমূল। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক তর্জা ওঠে চরমে। শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে ঘর চাড়াদের ঘরে ফেরাতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এতেও নিস্তার মিলছে না বলে দাবি গেরুয়া শিবিরের।

এদিকে সোমবারই কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গবার বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর সঙ্গে। সেখানেই বাংলার আইন-শৃঙ্খলা অবস্থার কথা তুলে ধরেছেন তিনি। মমতা সরকারের নানান পদক্ষেপ নিয়েও সরব হন শুভেন্দু।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমে রাজ্যের বিরোধী দলেনেতা বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবিধান মানছে না। তৃণমূল হিংসায় মদত দিচ্ছে। যেসব কারণে রাজ্যে ৩৫৬ লাগু হয় বাংলায় তার থেকেও খারাপ অবস্থা রয়েছে।'

আরও পড়ুন- শুভেন্দুতেই আস্থা মোদী-শাহর, কলকাতায় বৈঠকে দিলীপ

কেন মমতা সরকার সংবিধান মানছে না তারও ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, 'এই সরকার হিংসা রোখার বদলে তাতে মদত দেয়। পদ্ধতি মেনে আমলা বদল করে না। একাধিক আমলা-আইপিএসকে বদলে দেওয়া হচ্ছে। কেন মুখ্যসচিবের বদলির নির্দেশ সত্ত্বেও তাঁকে ছাড়লো না রাজ্য সরকার? একাধিক আমলা-আইপিএসকে বদলে দেওয়া হচ্ছে।'

রাজ্য ভোট পরবর্তী হিংসা নিয়ে তেমন কোনও প্রতিবাদ কর্মসূচি নেই গেরুয়া শিবিরের। লকডাউনকে হাতিয়ার করছে বিজেপি। কলকাতায় এ দিন রাজ্য বিজেপি সভাপতির বলেছেন, দিলীপ ঘোষ বলেছেন, 'হিংসার বিষয়টি সরকার জেনেও স্বীকার করছে না। আমরা আদালতে গিয়েছি।'

রাজ্যের বিরোধী দলনেতার এই অভিযোগ খণ্ডন করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় সরকার যড়যন্ত্রকারী। এতো দিনে মানুষের কাছে তা স্প্ষ্ট। মানুষের বিপুল রায়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। হার মানতে পারছে না মোদীরা। রাজ্যের স্বার্থহানিকর একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সবকিছুর বিরুদ্ধে ফের মানুষ জবাব দেবেন।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুবিচারের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ও আইনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এবার তৃণমূলের উপর চাপ বাড়তে দিল্লিকেও পুরো বিষয়টি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari opposition leader Suvendu Adhikari West Bengal amit shah
Advertisment