Advertisment

বাংলার পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ, ইরাক-ইরানের মতো হয়েছে: দিলীপ

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বললেন, বাংলার পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ এবং ইরাক-ইরানের মতো হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।

একুশের ভোটের দিন যত এগোচ্ছে, রাজ্য়ে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বাংলার আইনশৃঙ্খলা ইস্য়ু ঘিরে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই আবহে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বললেন, বাংলার পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ এবং ইরাক-ইরানের মতো হয়ে গিয়েছে’’।

Advertisment

উল্লেখ্য়, মমতা সরকারের আমলে রাজ্য়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে প্রায়ই সরব হতে দেখা যায় বঙ্গ বিজেপি নেতৃত্বকে। সম্প্রতি ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এ ইস্য়ুতে আরও আক্রমণ ধারালো করেছে গেরুয়াবাহিনী।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

অন্য়দিকে, পুরভোট করতে ঢিলেমি করছে বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘‘অসম, হায়দরাবাদে যদি পুরভোট হতে পারে, তাহলে এখানে হবে না কেন। কাশ্মীরের থেকেও পরিস্থিতি খারাপ। ইরাক ও ইরানের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে। দিদি (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) প্রমাণ করে দিয়েছেন যে, বাংলার আইনশৃঙ্খলা ভোটের জন্য় সহায়ক নয়’’।

গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি বলেও সরব হয়েছেন দিলীপ। পাশাপাশি বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তুলেছেন। কলকাতা ও অন্য়ান্য় পুরসভার ভোটে তৃণমূল হারবে বলেও এদিন দাবি করেন বিজেপি রাজ্য় সভাপতি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

dilip ghosh
Advertisment