/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/sufian-supreme-curt.jpg)
সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিে তৃণমূল নেতা শেখ সুফিয়ান।
শেখ সুফিয়ানকে ৩১ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতাকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল বাংলা। আদালতের নির্দেশ সেই মামলার তদন্ত করছে সিবিআই। ভোটের পর নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ১৩ই মে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নাম জড়ায় নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ানের নাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী দল।
এরপরই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজকরে দেয়। তবে, এদিন নন্দীগ্রামের তৃণমূল নেতাকে ৩১ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ।