Advertisment

শেখ সুফিয়ানকে সুপ্রিম রক্ষাকবচ, ৩১ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারে 'না'

ভোটের পরে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় নাম জড়ায় নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানের।

author-image
IE Bangla Web Desk
New Update
sk sufiyan gets interim protection from supreme court in post poll violence case bengal

সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিে তৃণমূল নেতা শেখ সুফিয়ান।

শেখ সুফিয়ানকে ৩১ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতাকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisment

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল বাংলা। আদালতের নির্দেশ সেই মামলার তদন্ত করছে সিবিআই। ভোটের পর নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ১৩ই মে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নাম জড়ায় নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ানের নাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী দল।

এরপরই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজকরে দেয়। তবে, এদিন নন্দীগ্রামের তৃণমূল নেতাকে ৩১ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ।

supreme court tmc Mamata Banerjee nandigram Post Poll Violence in Bengal
Advertisment