Advertisment

উত্তর প্রদেশে 'নো ভোট টু' বিজেপি, আগ্রায় আবেদন রাকেশ টিকায়েতের

Uttar Pradesh: বিধানসভা ভোটে উত্তর প্রদেশেও বিজেপির বিরোধিতা করবে সংযুক্ত কৃষক মোর্চা।

author-image
IE Bangla Web Desk
New Update
Government stand positive but big question on MSP, says Tikait

কৃষক নেতা রাকেশ টিকায়েত

Uttar Pradesh:  আসন্ন বিধানসভা ভোটে উত্তর প্রদেশেও বিজেপির বিরোধিতা করবে সংযুক্ত কৃষক মোর্চা। সোমবার আগ্রায় এই ঘোষণা করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এদিন তিনি পুলিশি হেফাজতে মৃত অরুণ বাল্মীকির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় মৃতের পরিবারের জন্য ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনের সরকারি চাকরির দাবি করেন টিকায়েত। তাঁর অভিযোগ, ‘ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের পথে হাঁটছে ইউপি সরকার। লখিমপুর আর কানপুরের ঘটনায় ৪০ লক্ষ ক্ষতিপূরণ আর আগ্রার ঘটনায় ১০ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।‘

Advertisment

তাঁর আবেদন, ‘আগামি উত্তর প্রদেশের কৃষকদের আবেদন করব আগামি ভোটে বিজেপিকে সমর্থন না করতে। সংযুক্ত কৃষক মোর্চা বিজেপির বিরোধিতা করবে। তবে রাজ্যের কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না।‘  এদিকে, একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে ভোটের তিন মাস আগে উত্তর প্রদেশে পথে নামল কংগ্রেস। সোমবার থেকে দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি প্রতিজ্ঞা যাত্রা শুরু করলেন। সেই রাজ্যের বারবাঙ্কি জেলা থেকে শুরু হয় এই যাত্রা। এদিন সরকারি ভাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত পরিবারপিছু চিকিৎসার খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তর প্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব এবং ২০ লক্ষ কর্মসংস্থানের পক্ষেও সওয়াল করেন নেত্রী।

এদিন হিন্দিতে ট্যুইট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘রাজ্য সরকারের অবহেলায় স্বাস্থ্য ব্যবস্থা ধুঁকছে। সস্তায় ভালো চিকিৎসা প্রদানে কংগ্রেস উত্তর প্রদেশে ক্ষমতায় এলে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে।‘ এখানেই শেষ নয়, সেই ট্যুইটে প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, ‘বাড়িপিছু অর্ধেকে বিদ্যুৎ বিল এবং করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা অর্থসাহায্য।‘

অপরদিকে, বছর ঘুরলেই গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ দখলে মাস্টারপ্ল্যান কংগ্রেসের। বিজেপিকে রুখতে এবার নারী শক্তিতেই ভরসা হাত-শিবিরের। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলাদের টিকিট দেবে কংগ্রেস। এমনই জানিয়েছেন রাজ্যে দলের দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে, যোগী সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে ক্ষমতায় ফিরতে তৎপর কংগ্রেস। ভোটের কয়েক মাস আগে লখিমপুর খেরির ঘটনা নিয়ে এমনিতেই অস্বস্তি বেড়েছে যোগী সরকারের। হাতে-গরম এমন জ্বলন্ত ইস্যুকে কোনওমতেই হাতছাড়া করতে চায় না কংগ্রেসও। কৃষকদের হয়ে সওয়ালে যোগী বিরোধী প্রচার তুঙ্গে তুলেছে হাত শিবির।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Rakesh Tikait Farmers Protest
Advertisment