Advertisment

উনিশে জাতীয় দলের সরকারই চান মোদীর বড়দা

জাতীয় ইস্যু নিয়ে মাথা ঘামায় না আঞ্চলিক দলগুলি, তাই তাদের ভোট দেওয়ার কোনও মানে হয় না বলে এদিন ঠারেঠোরে বুঝিয়েছেন প্রধানমন্ত্রীর দাদা।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের ভোটের লড়াইয়ে জিতে সরকার গড়ুক কোনও জাতীয় দলই, এমনটাই চান মোদীর বড়দা। লোকসভা ভোটে যাতে কোনও জাতীয় দল সংখ্যাগরিষ্ঠতা পায়, সেব্যাপারে তাঁর সংস্থা পদক্ষেপ করবে বলে শুক্রবার জানিয়েছেন সোমাভাই মোদী। তিনি বলেছেন যে, ডআম আদমি যাতে কোনও জাতীয় দলকে ভোট দেন, সে ব্যাপারে তাঁর সংস্থা তাঁদের বোঝাবে। জাতীয় ইস্যু নিয়ে মাথা ঘামায় না আঞ্চলিক দলগুলি, তাই তাদের ভোট দেওয়ার কোনও মানে হয় না বলে এদিন ঠারেঠোরে বুঝিয়েছেন প্রধানমন্ত্রীর দাদা।

Advertisment

এদিন এক সাংবাদিক বৈঠকে সোমাভাই বলেছেন যে, আঞ্চলিক দলগুলির জন্য জাতীয় দলগুলোর সংখ্যা কমছে। আঞ্চলিক দলগুলির হাতে দেশের শাসনভার তুলে দেওয়ায় অনীহা প্রকাশ করে তিনি বলেছেন, ‘‘আঞ্চলিক দলগুলি নিজেদের ইস্যু নিয়ে সর্বক্ষণ থাকে। জাতীয় ইস্যু নিয়ে মাথা ঘামায় না।’’ এরপর তিনি আরও বলেছেন যে, লোকসভা ভোটে যাতে কোনও জাতীয় দলই সংখ্যাগরিষ্ঠতা পায় ও ঘোড়া কেনাবেচার মতো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে তাঁর সংস্থা। উল্লেখ্য, ‘গ্লোবাল ইন্ডিয়ান্স ফর ভারতীয় বিকাশ’(জিআইবিভি) নামে একটি সংস্থার ভাইস প্রেসিডেন্ট সোমাভাই।

আরও পড়ুন, ‘‘শো-পিস নই’’ বলে দল ছাড়লেন ওড়িশার দুই বিজেপি নেতা

অন্যদিকে, সংসদে অচলাবস্থা নিয়েও এদিন মুখ খুলেছেন মোদীর দাদা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘২০১৪ সালের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, তা সকলেই জানি। তবুও অ্যাজেন্ডা অনুযায়ী তাঁরা অনেক কাজই করতে পারছে না। সংসদ ঠিকমতো চলছে না। যাদের আমরা সংসদে পাঠিয়েছিলাম, তারাই সংসদ চালাতে দিচ্ছে না। গণতন্ত্রের উন্নয়নের ক্ষেত্রে এটা বড় সমস্যা। এভাবে চলতে পারে না।’’

প্রসঙ্গত, উনিশের ভোটযুদ্ধে মোদী বাহিনীকে ক্ষমতাচ্যূত করতে কোমর বেঁধে তোড়জোড় শুরু করেছে বিরোধীরা। বিরোধী ঐক্য গড়তে ঝাঁপিয়ে পড়েছে আঞ্চলিক দলগুলি। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর দাদার জাতীয় দলের সরকার গঠন নিয়ে মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read the full story in English

PM Narendra Modi
Advertisment