Advertisment

TMC Meeting: বিধি মানতে সিদ্ধান্ত বদল, মমতার বৈঠকে হাজিরায় দূরের জেলার প্রতিনিধিদের বিশেষ বার্তা

TMC Meeting Today: বিধানসভা ভোটে দলের ব্যাপক জয়ের পর আজই প্রথম সাংগঠনিক বৈঠক হচ্ছে তৃণমূলের। হাজির থাকার কথা খোদ তৃণমূল নেত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata toda's tmc meet

মমতার উপস্থি্তিতে আজকের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।

TMC Meeting Today: বিধানসভা ভোটে দলের ব্যাপক জয়ের পর আজই প্রথম সাংগঠনিক বৈঠক হচ্ছে তৃণমূলের। হাজির থাকার কথা খোদ তৃণমূল নেত্রীর। নির্বাচনী সাফল্যের পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের মুখোমুখি হবেন। এই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। বিধায়কদের সঙ্গেই উপস্থিত হওয়ার কথা ছিল দলের সব সাংসদ ও জেলা সভাপতিদেরও। কিন্তু করোনা আবহে সবার উপস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা। তাই সিদ্ধান্ত বদল করেছে তৃণমূল। ঠিক হয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা তৃণমূল ভবনে বৈঠকে হাজির থাকবেন। দূরের জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালভাবে এ দিনের বৈঠকে যোগ দেবেন। তৃণমূলের তরফে এই ঘোষণা করা হয়েছে।

Advertisment

এই বৈঠক প্রথমে শনিবার দুপুর ২টোয় হওয়ার কথা থাকলেও পরে তা ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, সংগঠনের পরিচালন সমিতির বৈঠক হবে নির্দিষ্ট সময়ই।

আরও পড়ুন- Abhishek Banerjee TMC Meeting: সাফল্যের কী পুরস্কার পেতে চলেছেন অভিষেক? জোর চর্চা

দলের সাংগঠিকস্তরের রদবদল? ভোটে জেতার পর বর্তমান পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের মূল কাজ বাতলে দেওয়া, নাকি রাজ্যব্যাপী আসন্ন পুরভোটকে লক্ষ্য করে দলকে প্রস্তুতির নির্দেশ দেওয়া? কী কারণে শনিবার তৃণমূলের বৈঠক তা স্পষ্ট করা হয়নি। ফলে এই বৈঠক ঘিরে শাসক দলের অন্দরে চর্চা উচ্চগ্রামে উঠেছে। তৃণমূল সূত্রে খবর, বৈঠক থেকে সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যেয়র গুরুত্ব ও দায়িত্ব বাড়তে পারার সম্বাবনা রয়েছে। যা আদতে দলের দ্বিতীয় মুখ হিসাবে যুব তৃণমূল সভাপতিকে আরও উজ্জ্বল করার প্রয়াস।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধস্ত বাংলা। আগামী কয়েক মাসের মধ্যেই তৃতীয় ঢেউ-ও আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষিতে সর্বস্তরে জনপ্রতিনিধি ও সংগঠনকে প্রস্ততির জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

abhishek banerjee Mamata Banerjee All India Trinamool Congress tmc
Advertisment