Advertisment

জোটেনি জোড়া-ফুলের টিকিট, মায়ের বিরুদ্ধেই এবার নির্দল প্রার্থী হয়ে ভোটযুদ্ধে ছেলে

'এলাকার মানুষের দাবি উপেক্ষা করতে পারিনি। মা মায়ের জায়গায়। ব্যক্তিগত বিষয় রাজনীতিতে আনা উচিত নয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
son ujjal toro contest against tmc candidate mother in coochbihar muni poll 2022

একই দেওয়ালে প্রতিদ্বন্দ্বী মা ও ছেলের প্রচারে পোস্টার। ছবি- সন্দীপ সরকার

তৃণমূলে টিকিট দ্বন্দ্ব চরমে। পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন ছেলে। ব্যতিক্রমী এই ঘটনা কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিনা তরের ছেলে উজ্জ্বল তর পুরনির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ভোট-যুদ্ধের ময়দানে। ওয়ার্ডের নাগরিকদের দাবি মেনে তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উজ্জ্বল।

Advertisment

তৃণমূলের ওয়ার্ড সভাপতি উজ্জ্বল তর। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডে শাসক দলের তরফে প্রাক্তন কাউন্সিলর তাঁর মা মিনা তর। সূত্রের খবর, এবার ভোটে তাঁর মায়ের বদলে উজ্জ্বল ঘাস-ফুল প্রতীকে লড়াই করবেন বলে প্রায় পাকা ছিল। কিন্তু তালিকা প্রকাশ হতেই সব ওলোটপালোট হয়ে যায়। দেখা যায় কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডে তৃমূলের টিকিট পেয়েছেন মিনাদেবীই। এরপরই গোঁসা পর্বের সূচনা। শেষ পর্যন্ত নির্দল হয়েই মা তথা তৃণমূল প্রার্থী মিনা তররের বিরুদ্ধেই প্রতিন্দ্বিতার ঘোষণা করেছেন উজ্জ্বল।

নির্দল প্রার্থী উজ্জ্বল তরের দাবি, 'এলাকার মানুষের দাবি উপেক্ষা করতে পারিনি। মা মায়ের জায়গায়। ব্যক্তিগত বিষয় রাজনীতিতে আনা উচিত নয়। আমি ওয়ার্ডের মানুষের কথা ভেবেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার লড়াই কারও বিরুদ্ধে নয়। মানুষকে পরিষেবা দিতে আমি ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।'

ভোটে প্রতিপক্ষ ছেলে। এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী মিনা তর বলেন, 'এটা ছেলের ব্যক্তিগত ব্যাপার। আমি দলের প্রতীকে ভোটে দাঁড়াচ্ছি। মানুষ কাকে ভোট দেবে সেটা তাঁদের সিদ্ধান্ত। আমি ওয়ার্ডের মানুষের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও থাকব। এনিয়ে আর কিছু বলব না।'

এই লড়াই ঘিরে রীতিমত টানাটান উত্তেজনা কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মা এবং ছেলের নামে নির্বাচনী প্রচারের পোস্টারও পড়েছে।

tmc West Bengal Cooch Behar Municipal Election Independent Candidate
Advertisment