/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/sonia-news-759.jpg)
গান্ধীজিকে শ্রদ্ধা সোনিয়ার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। গত কয়েকবছরে দেশে যা ঘটছে তাতে মহাত্মা গান্ধীর আত্মা কষ্ট পেত, এ ভাষাতেই বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন ইউপিএ চেয়ারপার্সন।
ঠিক কী বলেছেন সোনিয়া গান্ধী?
রাজঘাটে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে সোনিয়া গান্ধী বলেন যে, ভারত ও গান্ধীজি একে অপরের সমার্থক, কিন্তু কয়েকজন লোক আরএসএসকে দেশের সমার্থক করে তুলতে চাইছেন। এ প্রসঙ্গে সোনিয়া আরও বলেন, ‘‘যাঁরা মিথ্যার রাজনীতি করেন, তাঁরা গান্ধীজির অহিংস নীতি বুঝবেন না’’। ইউপিএ চেয়ারপার্সন এছাড়াও বলেন, শুধুমাত্র কংগ্রেসই গান্ধীজির পথ অনুসরণ করেছে।
On his 150th Jayanti, my tributes to Mahatma Gandhi Ji, the “Father of the Nation”, who through his words & deeds, showed us that love for all living beings & non violence is the only way to defeat oppression, bigotry & hatred.
#Gandhi150pic.twitter.com/ODRLL7o1os
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2019
আরও পড়ুন:দশ হাজার শিশি ভর্তি ‘মানুষের মল’ পৌঁছল গান্ধীজির সবরমতী আশ্রমে
অন্যদিকে, গান্ধী জয়ন্তী উপলক্ষে এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে একটি পদযাত্রা দীনদয়াল উপাধ্যায় মার্গ পর্যন্ত যায়। অসংখ্য কংগ্রেস কর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে টুইটও করেছেন রাহুল গান্ধী।
Read the full story in English