Advertisment

মোদী সরকারের অব্য়বস্থার জন্য়ই সীমান্তে সংকট: সোনিয়া

''ভয়ঙ্কর আর্থিক দূরাবস্থার মধ্য়ে পড়েছে ভারত, তারপর এখন চিনের সঙ্গে সীমান্ত বিবাদ। এসব হয়েছে বিজেপি সরকারের ভুল নীতি ও অব্য়বস্থার জন্য়''।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi, সোনিয়া গান্ধী, সোনিয়া

মোদী ও সোনিয়া।

করোনা মোকাবিলা থেকে হালের ভারত-চিন সীমান্ত সংঘাত, এই দুই ইস্য়ুকে হাতিয়ার করে আবারও মোদী সরকারকে বিঁধল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্র সরকারকে নিশানা করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, বিজেপি সরকারের ভুল নীতির জন্য়ই দেশের আজ এই আর্থিক হাল। মোদী সরকারের অব্য়বস্থার জন্য়ই আজ চিনা সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি।

Advertisment

উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক সংকট নিয়ে যেমন একাধিক বার মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধীরা, তেমনই ইন্দো-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা।

এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, ''ভয়ঙ্কর আর্থিক দূরাবস্থার মধ্য়ে পড়েছে ভারত, তারপর এখন চিনের সঙ্গে সীমান্ত বিবাদ। এসব হয়েছে বিজেপি সরকারের ভুল নীতি ও অব্য়বস্থার জন্য়। একথা অস্বীকার করা যায় না যে চলতি বছরের এপ্রিল-মে থেকে চিনা সেনা বাহিনী প্য়াংগং সো লেক ও গালওয়ান উপত্য়কায় অনুপ্রবেশ করেছে। সরকার একথা অস্বীকার করছে''।

আরও পড়ুন: নিজের কথাকে চিনের হাতিয়ার করে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, সতর্ক করলেন মনমোহন

সোনিয়া আরও বলেছেন, ''আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় শান্তি, স্থিতাবস্থা বজায় থাকে। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখব''। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সীমান্তে সমস্য়া দৃঢ় হাতে মোকাবিলা না করতে পারলে, গুরুতর সমস্য়া তৈরি হতে পারে।

অন্য়দিকে, করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়েও মোদী সরকারকে এদিন নিশানা করেছেন সোনিয়া। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি বলেছেন, ''ভাল পরামর্শ শুনতে চায় না মোদী সরকার''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi sonia gandhi
Advertisment