Advertisment

অসুস্থ শরীরে হাঁটলেন ১ কিলোমিটার পথ! 'ভারত জোড় যাত্রা'য় সামিল সনিয়াও

সনিয়া গান্ধী এই যাত্রায় যোগ দেওয়ায় কর্মী-নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka latest news, Basavaraj Bommai, Basavaraj Bommai Rahul gandhi, Sonia Gandhi Mysore, Sonia Gandhi, Sonia Gandhi Bharat Jodo Yatra, Rahul Gandhi, bharat Jodo Yatra, Bharat Jodo Yatra Karnataka, Swachh Survekshan, Bengaluru rain, Coastal Karnataka Rain, indian express news

অসুস্থ শরীরে দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ভারত জোড় যাত্রায় সনিয়া

কংগ্রেসের 'ভারত জোড় যাত্রা'-এর ২৯তম দিনে আজ রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়েছেন সনিয়া গান্ধী। কর্ণাটকের মান্ডা জেলার পাণ্ডবপুরা এলাকায় শুরু হওয়া এই যাত্রায় যোগ দিয়েছেন সনিয়া গান্ধীও। তথ্য অনুযায়ী, শারীরিক সমস্যার কারণে তিনি মাত্র এক কিলোমিটার যাত্রায় অংশ নেন।

Advertisment

সনিয়া গান্ধী এই যাত্রায় যোগ দেওয়ায় কর্মী-নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।  বিপুল সংখ্যক মহিলারাও এই পদযাত্রায় যোগ দিচ্ছেন। কর্ণাটকের সঙ্গে সনিয়া গান্ধীর গভীর সম্পর্ক রয়েছে। গান্ধী পরিবারে যখনই রাজনৈতিক সংকট মোকাবিলায় বারবারেই উঠে এসেছে কর্ণাটকের নাম।

সংগঠনের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, "প্রতিদিনই এই যাত্রা জোরদার হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে মানুষ এই যাত্রায় যোগ দিচ্ছেন। সনিয়া গান্ধী এই যাত্রায় যোগ দেওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে”।

কংগ্রেসের সিনিয়র নেতা ডি কে শিবকুমার সনিয়া গান্ধীর অংশগ্রহণ সম্পর্কে বলেছেন যে, "এটি দেশের জন্য গর্বের বিষয়।" রাহুল গান্ধী যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়া যাত্রা শুরু করেছিলেন তখন সনিয়া দেশে ছিলেন না। ভারত জোড়ো যাত্রার শুরুতেই মেডিক্যাল চেকআপের জন্য বিদেশে গিয়েছিলেন তিনি"।

publive-image
অসুস্থ শরীরে দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ভারত জোড় যাত্রায় সনিয়া

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যেই পাড়ি দেওয়া হয়েছে ৬০০ কিলোমিটার পথ। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালায় ইতিমধ্যেই এই যাত্রা পৌঁছেছে। এই যাত্রাটি আগামী ২৪ শে অক্টোবর তেলঙ্গানায় প্রবেশ করবে এবং রাজ্যে ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা।

রাহুল গান্ধী সহ দলের অন্যান্য নেতারা ভারত জোড়ো যাত্রায় মোট ৩৫৭০ কিলোমিটার দূ পথ পদযাত্রা করবেন। যাত্রাটি ৭ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং আগামী বছরের শুরুতে কাশ্মীরে শেষ হবে।

rahul gandhi sonia gandhi Bharat Jodo Yatra
Advertisment