Sonia Gandhi: কমলা হ্যারিস মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হলে, সনিয়া গান্ধিও প্রধানমন্ত্রী হতে পারতেন। সম্প্রতি এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে। শনিবার ইন্দোরে এক সাংবাদিক বৈঠকে আতাওয়ালে বলেন, ‘প্রথম ইউপিএ সরকার যখন সংখ্যাগরিষ্ঠ তখন সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী হতে পারতেন। তাঁর বিরুদ্ধে আনা বিদেশিনী ইস্যু অবান্তর। কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট হলে ভারতের নাগরিক এবং সাংসদ হিসেবে সনিয়াজিও প্রধানমন্ত্রী হতে পারতেন। উনি রাজীব গান্ধির স্ত্রী। আর বড় কী প্রমাণ লাগে। আমি সেই প্রস্তাব দিয়েছিলাম।‘
তাঁর মন্তব্য, ‘উনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণে অনিচ্ছুক থাকলে প্রবীণ রাজনীতিবিদ তথা এনসিপি প্রধান শরদ পওয়ারকে মনোনীত করতে পারতেন।‘ জাতীয় রাজনীতিতে জনপ্রিয় নেতা শরদ পওয়ার। মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মনোনীত না করে ওঁকে বাছতে পারতেন সনিয়াজি। কিন্তু সেটা তিনি করেননি। এভাবেও আক্ষেপ শোনা গিয়েছে অটওয়ালের গলায়।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ১৯৯৯ সালে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন শরদ পওয়ার। তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির বিরুদ্ধে বিদেশিনী প্রচারের জন্য এই পদক্ষেপ নিয়েছিল দল। যদিও এখন মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি এখন কংগ্রেসের জোট শরিক।
তবে অটওয়ালের দাবি, ‘সেই সময় পওয়ারজি প্রধানমন্ত্রী হলে কংগ্রেস আরও শক্তিশালী হত। বর্তমান জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেসের গুরুত্ব বাড়ত।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন