Advertisment

কংগ্রেস; এক পা এগিয়ে, দু'পা পিছিয়ে...

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোনিয়া পুত্র। আনুষ্ঠানিক ভাবে সেই ইস্তফাপত্র গৃহীত হল শনিবার, প্রায় তিন মাস পর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিন মাস আগেই দল থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। অবশেষে শনিবার দিনভর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বইঠকের পর দলের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধীই। রাহুলের উত্তরসূরি হিসেবে গান্ধী পরিবারের বাইরে কাউকে দলের দায়িত্ব দেওয়ার ব্যাপারে এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি কংগ্রেস।

Advertisment

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোনিয়া পুত্র। আনুষ্ঠানিক ভাবে সেই ইস্তফাপত্র গৃহীত হল শনিবার, প্রায় তিন মাস পর।

শনিবার প্রায় দিনভর চলা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তিনি। স্থির করা হয়েছে, স্থায়ী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কার্যভার সামলাবেন সোনিয়াই। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ।

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

দলের সভাপতিত্ব নিয়ে কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা সামনে এসেছিল আগেই। নবীনরা চেয়েছিলেন দলের দায়িত্ব দেওয়া হোক নবীনদের মধ্যেই যোগ্য কাউকে। উঠে এসেছিল প্রিয়াঙ্কা গান্ধীর নামও। সূত্রের খবর ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীর নাম উঠে আসায় অবাক হয়েছিলেন সোনিয়া নিজেই। সে কথা বৈঠকে উপস্থিত সবার সামনেই প্রকাশ্যে বলেন তিনি।

সিডব্লিউসি সদস্য কুমার সেলজা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "দল যে সংকটময় পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে, সেখানে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী কেভি থমাস বলেছেন, "অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীকে নির্বাচিত করার সিদ্ধান্ত যথাযথ"।

বৈঠক শুরু করার কিছুক্ষণের মধ্যে নতুন সভাপতি বাছতে পাঁচটি গ্রুপ তৈরি করে ওয়ার্কিং কমিটি। কথা হয়, ওই পাঁচটি গ্রুপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস নেতৃত্ব। বেশ কিছুদিন ধরেই রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কংগ্রেস সভাপতির পদে যোগ্য নেতাকে বাছাই করতে তৎপরতা দেখা গিয়েছিল কংগ্রেসের অন্দরে। দুটি নাম নিয়ে চলছিল জোর চর্চা। সভাপতির দৌড়ে ছিলেন মল্লিকার্জুন খাড়গে ও মুকুল ওয়াসনিক। আজ সারাদিন এই দুজনের নামই আলোচিত হয়েছে। তবে শেষ হাসি হাসলেন গান্ধীরাই। অন্তত এখনকার মতো।

rahul gandhi sonia gandhi
Advertisment