সংসদের বিশেষ অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি সনিয়া গান্ধী- অভিযোগ প্রধানমন্ত্রী "প্রথমবার বিরোধীদের সঙ্গে এজেন্ডা শেয়ার করেননি"।
সংসদের বিশেষ অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে সোনিয়া গান্ধীর চিঠি, ৯টি বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন। সংসদের আসন্ন বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ অধিবেশনে অনেক বড় বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং কিছু বিশেষ বিল পেশ হতে পারে। কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সনিয়া গান্ধী এই অধিবেশনের এজেন্ডা জানতে চেয়ে মোদীকে একটি চিঠি লিখেছেন। তাতে ৯টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। চিঠিতে তিনি ৯টি বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কংগ্রেস হাইকমান্ডের এই চিঠির আগে বিরোধীদের 'I.N.D.I.A.' জোট মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে। জোট বলছে তারা ইতিবাচক অধিবেশন চায়। এমন পরিস্থিতিতে সরকার বিশেষ অধিবেশনে মুদ্রাস্ফীতি, বেকারত্বের মতো বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা প্রকাশ করেছিল বিরোধীরা। সনিয়া গান্ধী এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি সামনে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ৯টি বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন সনিয়া গান্ধী।
কংগ্রেস নেত্রী তার চিঠিতে লিখেছেন যে সরকার এখনও বিশেষ অধিবেশনের এজেন্ডা প্রকাশ করেনি। তিনি সরকারের কাছে দাবি করেন যে এই ৯ টি বিষয় অবশ্যই সংসদে আলোচনা করা উচিত।
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, বৈষম্য বৃদ্ধি এবং এমএসএমইগুলির দুর্দশার উপর ফোকাস সহ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা।
- এমএসপি এবং তাদের উত্থাপিত অন্যান্য দাবির বিষয়ে কৃষক এবং কৃষক সংগঠনগুলির প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতি।
- আদানি দুর্নীতি ইস্যুতে JPC-র দাবি৷
- মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি।
- হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি।
- সীমান্তে সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ও অরুণাচল প্রসঙ্গ।
- জাতিশুমারি
- কেন্দ্র-রাজ্য সম্পর্ক
- কিছু রাজ্যে চরম বন্যা এবং অন্যদের খরার কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব।