প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। যে দৃষ্টান্তের জন্য যাঁরা তাঁর সমালোচক, তাঁরাও ইন্দিরা গান্ধীর দেশপ্রেম, তাঁর ধর্মনিরপেক্ষতা, দরিদ্রদের প্রতি সহানুভূতি, প্রতিশ্রুতি পালনের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। শনিবার এমনটাই জানালেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কংগ্রেসের সদ্যপ্রাক্তন সভানেত্রী শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য দেওয়া ২০২১ সালের ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেই সময় তিনি একথা বলেন।
সনিয়া গান্ধী জানান, যাঁরা এই পুরস্কার পেয়েছেন তাঁরাও ইন্দিরা গান্ধীর মূল্যবোধ, তাঁর আদর্শকে লালনপালন করেছেন। অনুষ্ঠানে সকল শিশুকে উন্নতমানের শিক্ষা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রথম'-কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সনিয়া গান্ধী বলেন, 'যেসব ক্ষেত্র ইন্দিরা গান্ধীর হৃদয় ছুঁয়ে যেত, সেই সব ক্ষেত্রে অবদানের জন্য সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পাচ্ছে। আজ সেই উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।'
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রথম'-এর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি। ২৫ বছরেরও বেশি সময় ধরে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি শিশুদের মানসম্মত শিক্ষাদান, শিক্ষা দেওয়ার জন্য উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছে। অনুষ্ঠানে সনিয়া গান্ধী বলেন, 'ইন্দিরা গান্ধী আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ছাপ রেখে গিয়েছেন। তিনি তাঁর অসংখ্য কৃতিত্বের জন্য প্রশংসিত হয়েছেন। আর, আজও প্রশংসিত হয়ে চলেছেন।'
আরও পড়ুন- ‘সন্ত্রাসের আশ্রয়স্থলে অর্থনৈতিক দমন প্রয়োজন,’ পাকিস্তানকে নিশানা শাহর
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেন, 'সব ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রেও আত্মনির্ভরশীলতার প্রতি তিনি জোর দিয়ে গিয়েছেন। সামাজিক মুক্তি ও ক্ষমতায়ন ইস্যুতে শিক্ষার মূল্যের প্রতি তিনি দৃঢ় বিশ্বাস রেখেছেন। পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের সুরক্ষায় তাঁর দৃঢ় প্রত্যয় সকলের নজর কেড়েছে। এমনকী, তাঁর জমানায় ভারত অর্থনৈতিক বৃদ্ধির গতি দ্রুত করারও চেষ্টা করেছে।' সনিয়া গান্ধী নিজে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন। এবছর ২০২১ সালের পুরস্কার দেওয়া হল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সনিয়া জানান, তাঁর নামে ২০২১ সালের পুরস্কার শিক্ষাক্ষেত্রে দেওয়া হল, এটা জেনে ইন্দিরা গান্ধী খুশিই হতেন।
Read full story in English