তুঙ্গে 'ভাইপো' বিতর্ক। তার মধ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে সৌমিত্র খাঁ 'চোর', 'ডাকাত' ও 'কয়লা মাফিয়া' বলে কটাক্ষ করেছেন।
মঙ্গলবার সকালে কোচবিহারে 'চা চক্রে' যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ডাকাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কয়লা মাফিয়া।' এছাড়াও তাঁর দাবি, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দেব বলে ছেলেদের কাছ থেকে টাকা তুলেছে এলাকায় এলাকায়। ওর সঙ্গী বিনয় মিশ্র।'
গত রবিবারই সাতগাছিয়ার সভা থেকে 'ভাইপো' বিতর্কে মুখ খোলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'কে ভাইপো?' বলে প্রশ্ন তোলেন তিনি। পরে বিজেপি-কংগ্রেস ও বাম নেতাদের একযোগে চ্যালেঞ্জ ছুঁড়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেছিলেন, 'সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে ভাব বাচ্যে কথা বলে না বলে নাম নিয়ে দেখাক। যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, দম থাকলে আমার নাম নিয়ে বলুন।'
সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই এদিন সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'চোর', 'ডাকাত' ও 'কয়লামাফিয়া' বলে তোপ দাগেন। পাল্টা বলেন, 'বলুন ওনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) আমার বিরুদ্ধে মামলা করতে। তারপর আমি বুঝে নেব।'
'ভাইপো' বিতর্কে মাঝেই অবশ্য তৃণমূল সাংসদও রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে 'গুন্ডা-মাফিয়া' বলেছেন। তার প্রেক্ষিতে সোমবার দিনভর জোর চর্চা চলে। অভিষেকর মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়ে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন দিলীপবাবু। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি হুঙ্কারের সুরে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেছেন, 'সাধারণ মানুষের জন্য যা করছি তা যদি গুন্ডামি হয় তবে তাই। এই তো সবে শুরু। গুন্ডামি দেখেছেন কি, আরও অনেক দেখতে হবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন