শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরার সম্ভাবনা আরও জোরালো হল। ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার ক’দিনের মধ্যেই শোভনের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দিল মমতা সরকার।
আরও পড়ুন: মানসের পথেই কি মান্নান, প্রশ্ন বিজেপির
উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পরই কলকাতার প্রাক্তন মেয়রের নিরাপত্তা তুলে নিয়েছিল রাজ্য সরকার। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সে সময় সরব হতে দেখা গিয়েছিল শোভনকে। এরপর বঙ্গ রাজনীতিতে অনেক জল গড়িয়েছে। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তেই ফের মমতার কাছে গিয়েছেন তাঁর ‘প্রিয় কানন’। এই প্রেক্ষাপটে শোভনের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শোভনের তৃণমূলে ফেরার জল্পনার পালে হাওয়া লাগল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আমাকে নিরাপত্তা দিন’, পুলিশ কমিশনারকে আর্জি শোভন চট্টোপাধ্যায়ের
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের পারিবারিক সমস্যা নিয়ে মমতার সঙ্গে শোভনের সম্পর্ক তলানিতে ঠেকে। মমতার উপর চরম ক্ষোভ প্রকাশ করে ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন। বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই গেরুয়া বাহিনীর সঙ্গে অসন্তোষ তৈরি হয় শোভন-বৈশাখীর। এরপর বিজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেন শোভন-বৈশাখী।এরপর থেকেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা চলতে থাকে বঙ্গ রাজনীতিতে।
আরও পড়ুন: সব্যসাচীই জানেন না তাঁকে কেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র!
সম্প্রতি ভাইফোঁটায় মমতার বাড়িতে যান শোভন-বৈশাখী। আর এরপরই শোভনের তৃণমূলে ফেরা এখন শুধু স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে শোভনের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।