মাস পেরিয়ে যাওয়ার উপক্রম। তবুও বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বিধানসভায় শপথ নিতে পারেননি। কে তাঁকে শপথ গ্রহণ করাবেন? এই দড়ি টানাটানিতেই থমকে রয়েছে পুরো বিষয়টা। যা নিয়ে সোমবার মুখ খুললেন বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গোটাটাই 'বিস্ময়কর' বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই সংক্রান্ত সিদ্ধান্ত রাজ্যাপালকেই নিতে হবে বলে দাবি করেছেন।
কবে মিটবে বাবুল সুপ্রিয়র শপথ-বিতর্ক। জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন যে, 'বিষয়টা আমার হাতে নেই। পুরোটাই রয়েছে রাজ্যপাল ও পরিষদীয় দফতরের হাতে। রাজ্যপালকে প্রশ্ন করা উচিত। আমি মনে করি এটা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। '
রাজভবন থেকে বিধানসভায় আসা শপথ সংক্রান্ত চিঠি রাজ্যপাল, ডেপুটি স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, সহ-অধ্যক্ষ রাজ্যপালের কাছে চিঠি দিয়ে তাঁর বিষয়টি জানিয়েছেন। এরপর শপথ নিয়ে সিদ্ধান্ত রাজ্যপালের বলে মনে করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
পুরো বিষয়টি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে বলেও মনে করেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেছেন, 'কাউকে পছন্দ হতে পারে, আবার কাউকে পছন্দ নাও হতে পারে। এতে বিতর্কের কিছু নেই। তার জন্য কারও শপথগ্রহণ আটকে যাবে, এটা বাঞ্ছনীয় নয়।'
এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে বিমানবাবু বলেছেন, 'রাজ্যপাল তো নিজেই বিধানসভায় আসতে পারেন। শপথগ্রহণ করাতে পারেন। কারোর কিছু বলার নেই।'