Advertisment

৩৭০ ধারা বাতিল নিয়ে মোদী সরকারকে তুলোধনা, এজেন্ডা নিয়ে খোঁচা অধীরের

মণিপুর ইস্যুতে বিরোধীরা মোদী সরকারকে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament special session, Parliament session 2023, 2023, Special parliament session, special parliament session 2023, special parliament session bills, Parliament, Parliament News, Parliament updates, Parliament 5-day Session, Congress, BJP, new Parliament building, old Parliament building, Ganesh Chaturthi" />

৩৭০ ধারা বাতিল নিয়ে মোদী সরকারকে তুলোধনা, এজেন্ডা নিয়ে খোঁচা অধীরের

'…তাহলে চেয়ার ছাড়ুন, প্রতিটি ইস্যুতে মানুষকে হুমকি দিয়ে কী লাভ', বিশেষ অধিবেশনে কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস প্রধান খড়গের।
সোমবার রাজ্যসভায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিভিন্ন বিষয়ে সরকারকে কোণঠাসা করেছেন। কংগ্রেস ৭০ বছরে কী করেছে তা তিনি হাউসকে জানিয়েছেন।

Advertisment

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষেই সদস্যরা বিতর্কে অংশ নেন। রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি কবিতা পাঠ করে তাঁর বক্তৃতা শুরু করেন। এই কবিতার মাধ্যমে তিনি সরকারকে কোণঠাসা করে বলেছেন, কিছু করতে না পারলে চেয়ার ছাড়ুন। কোন কিছু নিয়ে মানুষকে ভয় দেখানোর দরকার নেই।

মণিপুর ইস্যুতে বিরোধীরা মোদী সরকারকে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করছে। এই ইস্যুতে ফের সরকারকে কোণঠাসা করেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন,' কেউ সরকারের এজেন্ডা জানে না'।

১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন লোকসভায় বক্তৃতা দেওয়ার সময়, কংগ্রেস নেতা কেন্দ্রের বিরুদ্ধে অধিবেশন ডাকার আগে বিরোধীদের সঙ্গে যথাযথ পরামর্শ না করার অভিযোগ তোলেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন 'সরকারের এজেন্ডা কী তা কেউ জানে ন। তিনি আরও বলেছিলেন যে ভারত একটি জাতি এবং সভ্যতা হিসাবে বহুত্ববাদ উদযাপনের জন্য পরিচিত। তিনি বলেন, "সরকারকে সবাইকে সঙ্গে নিয়ে চলা উচিত এবং কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব'।

কংগ্রেস নেতা আরও বলেন, "৩৭০ ধারা বাতিল করার সময় আমরা আমাদের আশঙ্কা প্রকাশ করেছিলাম। কাশ্মীরের দিকে তাকান, সেখানে কী ঘটছে সেদিকে নজর দিন। উপত্যকায় বিদ্রোহ বিরোধী অভিযান চলাকালীন যারা নিহত হয়েছেন তাদের জন্য আমাদের অন্তত দুমিনিটের নীরবতা পালন করা উচিত।" তিনি আরও যোগ করেছেন, "সরকার সিবিআই, ইডি-র সহায়তায় অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে," ।

চৌধুরী কংগ্রেস সরকারের অবদান তুলে ধরে বলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে একটি ত্রি-স্তরীয় শাসন বাস্তবায়িত হয়েছিল। "কংগ্রেস সরকার তথ্যের অধিকার, শিক্ষার অধিকার, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এবং MGNREGA-এর মতো যুগান্তকারী নীতিগুলি নিয়ে এসেছিল, বর্তমান সরকার তার ফায়দা তুলছে বলেও সংসদে জানান অধীর। কংগ্রেস সাংসদ বলেন, "আমরা মনমোহন সিংয়ের নেতৃত্বে গৌরবময় অধ্যায়ের সাক্ষী থেকেছি। তিনি কম কথা বলতেন এবং প্রচুর কাজ করেছেন,"। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং চন্দ্রযান সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, "চন্দ্রযান নিয়ে আলোচনা চলছিল, আমি বলতে চাই যে ১৯৪৬ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে, পরমাণু গবেষণা কমিটি গঠিত হয়েছিল। সেখান থেকে আমরা ১৯৬৪ সালে ISRO গড়ে তুলি।আজকে আমরা ইসরোকে কী বলে ডাকব? আজকের এই ভারত, ইন্ডিয়ার মত বিষয় কোথা থেকে উঠে এল ?"

সংসদের এই বিশেষ পাঁচ দিনের অধিবেশন ১৮ সেপ্টেম্বর পুরানো সংসদ ভবনে শুরু হয় এবং ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে নতুন সংসদ ভবনে কার্যক্রম স্থানান্তরিত হবে।

Parliament Session
Advertisment