Advertisment

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

যশ, পায়েল, হিরনের পর এবার গেরুয়া দলে শ্রাবন্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শহরের পাঁচ তারা হোটেলে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী।

Advertisment

গেরুয়া দলে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, 'আমার নতুন পথ চলা শুরু হল। আমি আপ্লুত, মোদীজির অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার সঙ্গেই সমগ্র দেশের জন্য কিছু করতে চাই।'

publive-image
বিজেপিতে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে অভিনেত্রী শ্রবান্তী চট্টোপাধ্যায়

অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তৃণমূল ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তাহলে হঠাৎ কেন জোড়া-ফুল ও মুখ্যমন্ত্রীর প্রতি মোহভঙ্গ হল তাঁর? জবাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, 'মোহভঙ্গের কোনও বিষয় নেই। তবে মনে করছি বিজেপিই প্রকৃত পরিবর্তন আনতে পারে। তাই মোদীজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম।'

ভোটের আগে গত কয়েকদিনে একঝাঁক রূপোলি পর্দার তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পদ্মশিবিরে যোগদান করলেন।

সোনার বাংলা গড়তে কোন কেন্দ্র থেকে একুশের ভোটে প্রার্থী হতে পারেন এই টলি সুন্দরী? শুরু হয়েছে জল্পনা। বিষয়টিকে শ্রাবন্তী অবশ্য দলের উপরই ছেড়ে দিয়েচেন। তাঁর কথায় 'এ ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।' 

শ্রাবন্তীর ভোটে দাঁড়ানোর বিষয়টি দল স্তির করবে বলে জানিয়েছেন এ রাজ্য়ে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর কোন কোন তারকা মুখ বিজেপিতে যোগদানের অপেক্ষায় রয়েছেন? কৌতুহল জিয়িয়ে রেখে বিজয়বর্গীয়ের জবাব, 'দেখতে থাকুন ভবিষ্যতে আরও কী কী হতে পারে।'

Srabanti Chatterjee West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 bjp
Advertisment