Advertisment

তলব পেয়ে নিজাম প্যালেস পার্থ, সময়ের আগেই সিবিআই দফতরে হাজির প্রাক্তন শিক্ষামন্ত্রী

এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
partha chatterjee unwell during ed raid at his naktala home updates

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব সিবিআইয়ের। বুধবার নিজাম প্যালেসে সকাল ১১টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রীকে। তলব পেয়ে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে হাজির হন পার্থ। তার আগে আজ, সকালে মন্ত্রীর বাড়িতে হাজির হন তাঁর আইনজীবীরা। নাকতলার বাড়িতে আইনজীবীদের আসা নিয়ে পার্থর নিজাম প্যালেসে হাজিরা নিয়ে প্রথমে সংশয় দেখা দেয়। কিন্তু আইনি শলা-পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী।

Advertisment

এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। তার আগেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন পার্থ। তার মধ্যেই আবার আজ, সিবিআই তলব পার্থকে। নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। তবে যেহেতু ১১টার সময় তলব করা হয়েছিল, তাই সেই সময়ের পরই জেরা শুরু হবে পার্থকে।

এর আগে এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তাঁকে জিজ্ঞাসাবাদ। সেদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে মৌনই থেকেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে পার্থর উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই, তা ফের তাঁকে তলবেই স্পষ্ট। সিবিআই সূত্রে খবর, এসএসসি উপদেষ্টা কমিটি নিয়ে পার্থর জবাবে অসঙ্গতি রয়েছে। তাই তাঁকে ফের জেরা করতে চায় সিবিআই।

আরও পড়ুন অনুব্রতকে ফের তলব সিবিআইয়ের, বুধবারও হাজিরা এড়াতে পারেন তৃণমূল নেতা

এদিকে, মঙ্গলবারই পার্থ, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের আয়ের উৎস জানসে তাঁদের আয়কর জমা দেওয়ার নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। এর আগে তিনজনের কাছে ওই নথি চাওয়া হয়েছিল। তাঁরা জমাও দিয়েছিলেন। এবার আয়কর দফতরের নথির সঙ্গে তাঁদের নথি মিলিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তিন জনের আয়ের উৎস জানতে এই পদক্ষেপ সিবিআইয়ের।

partha chatterjee SSC recruitment cbi
Advertisment