Advertisment

কৃষক আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর

দেশের সরকারের কৃষি আইনের জেরে কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
অধীর চৌধুরী, Adhir Ranjan Chowdhury

অধীর চৌধুরী।

দেশজুড়ে কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। গত সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি মোদীকে চিঠি লিখে দেশের কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার করার আর্জি জানালেন।

Advertisment

অধীরের মতে, দেশের সরকারের কৃষি আইনের জেরে কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশের কৃষি নীতির কারণে তাঁদের জীবন জীবিকা নির্বাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি চিঠিতে আন্দোলনকারী কৃষকদের কথা না শোনার জন্য কেন্দ্রের সমালোচনাও করেছেন। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ প্রশমিত করার জন্য সরকার কোনও পদক্ষেপই করছে না বলে অভিযোগ অধীরের।

আরও পড়ুন কৃষক বিদ্রোহের সমর্থনে টরন্টো থেকে মেলবোর্নে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের

গত ৩০ নভেম্বর চিঠি অধীর অভিযোগ তুলেছেন, ব্যাঙ্কগুলি কৃষকদের স্বার্থ দেখছে না। কৃষি ঋণ মকুবের জন্য কোনও পদক্ষেপই করছে না। কেন্দ্রের মোরাটরিয়াম স্কিমের আওতায় কৃষি ঋণ মকুবের জন্য কৃষকরা উপযুক্ত। তাই কংগ্রেস সাংসদ কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন, ক্ষুদ্র-মাঝারি কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড পুনর্নবীকরণের ব্যবস্থা করে দেওয়া হোক। এতে ৮৫ শতাংশ কৃষক উপকার পাবেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Adhir Ranjan Chowdhuri PM Narendra Modi
Advertisment