রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি পুরসভা (কাঁথি, এগরা ও তমলুক) নির্বাচন হবে। সোমবার থেকে মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই প্রার্থী তালিকা প্রকাশ করলেও বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে সোমবার। সেই তালিকায় কাঁথি পুরসভায় অধিকারী পরিবারের কেউ প্রার্থী নেই৷
দীর্ঘ ৩২ বছরে এই প্রথম নিয়মে ছেদ পড়ল। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে সম্ভাবনা ছিল অধিকারী গড়ের ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যায় তিনি প্রার্থী হচ্ছেন না। সৌমেন্দু অধিকারীর নাম না থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনাও।
৩২ বছরের ইতিহাসে এই প্রথম অধিকারী-হীন অনুষ্ঠিত হবে কাঁথি পুরসভার নির্বাচন। ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। ২০১০ সাল থেকে ২০২০ সাল অবধি চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। সেই নিয়মে ছেদ পড়ল। এইবার অধিকারী শূন্য হবে কাঁথি পুরসভার বোর্ড।
আরও পড়ুন ‘১০ বছরের জেল, ১ লক্ষ টাকা জরিমানা’, ‘লাভ জিহাদে’ কড়া শাস্তি বিজেপির ইস্তেহারে
উল্লেখ্য, রবিবার কাঁথি পুরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। কিন্তু শাসক শিবিরের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ দেখার পর প্রার্থী তালিকা নিয়ে অতি সাবধানী বিজেপি। শেষ মুহূর্তের কাটা-ছেঁড়া চলছিল প্রার্থী তালিকায়। শেষমেশ প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল কাঁথি পুরসভার নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কেউ নেই। যাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।