Advertisment

ভোটের সকালে পুলিশের নোটিস! গ্রহণ করলেন না অগ্নিমিত্রা

'একটা নোটিস পুলিশ দিতে এসেছিল। তা আমি গ্রহণ করিনি।'

author-image
IE Bangla Web Desk
New Update
allegations against state police for detaining Agnimitra Pal in Asansol muni poll 2022

সরব অগ্নিমিত্রা।

শুক্রবার থেকেই আসানসোল পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, ভোটের আগে থেকেই তৃণমূল জায়গায় জায়গায় বহিরাগতদের এনে জড়ো করেছে। ভোটের দিন সকালেও পুর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শমে বের হন বিধায়ক। কিন্তু, তার আগেই তাঁকে নির্দিষ্ট ওয়ার্ডে আটকে রাখার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। অগ্নিমিত্রার দাবি, নোটিস দিয়ে তাঁকে নির্দিষ্ট ওয়ার্ডে থাকতে বলা হয় রাজ্য পুলিশের তরফে। তবে সেই নোটিস তিনি গ্রহণ করেননি।

Advertisment

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'একটা লোটিস পুলিশ দিতে এসেছিল। তা আমি গ্রহণ করিনি। কারণ, নোটিসে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয়বাহিনী নিয়ে ঘুরতে পারব না। কাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম ?' তাঁর প্রশ্ন, 'আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর।'

পাশাপাশি তাঁর অভিযোগ, 'আজ বিভিন্ন জায়গায় দেখছেন, মোটর বাইকে তিনজন করে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সুভাষপল্লি স্কুলে বুথ দখল হয়ে গেছে। ওখানে ৫০ জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের

bjp asansol Agnimitra Paul Municipal Election
Advertisment