কোচবিহার সফরের বিতর্কের মধ্যেই এবার নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকাগুলিতে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। সেখানে গিয়ে হিংসা নিপীড়িত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের সাহায্যের আশ্বাস দিচ্ছেন তিনি। কিন্তু তাঁর এই সফর নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে। আক্রমণ শানাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসও।
এদিন রাজ্যপাল নিজেই জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তিনি আগামিকাল, শনিবার নন্দীগ্রামে যাবেন। বিএসএফের কপ্টারে কাল সকালে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল। নন্দীগ্রাম বাজারে, বঙ্কিম মোড়, কেন্দামারিতে যাবেন রাজ্যপাল। এলাকা পরিদর্শনের পর রেয়াপাড়ায় জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল।
প্রসঙ্গত, রাজ্যপাল শুক্রবার আসামের ধুবুড়ি জেলার আগমনিতে যান। আবহাওয়া খারাপ হওয়ার কারণে হেলিকপ্টারের বদলে গাড়িতে কোচবিহার থেকে ধুবুড়িতে যান তিনি। সেখানে রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের জন্য শরণার্থী শিবির বানিয়েছে বিজেপি। সেখানে আশ্রয় নিয়েছেন কোচবিহারের বক্সিরহাট, তুফানগঞ্জ-সহ একাধিক এলাকার আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের সঙ্গে কথা বলে দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দেন রাজ্যপাল। ধনকড়কে দেখে কান্নায় ভেঙে পায়ে পড়ে যান মহিলারা।
আসাম থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনকে ফের তোপ দাগেন ধনকড়। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে বলেন, “পছন্দ মতো দলকে ভোট দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিচারে আক্রান্ত হতে হচ্ছে বিরোধীদের। কিন্তু পুলিশ প্রশাসন কার্যত ঠুঁটো জগন্নাথ। রাজ্যে বেলাগাম হিংসা চলছে। বাংলার পরিস্থিতি ভয়াবহ। আর সহ্য করা যাচ্ছে না।” এদিন তিনি কোচবিহারে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে যাওয়ার সাফাই দিয়েছেন রাজ্যপাল। বলেছেন, “সাংসদ কোনও একটা দলের হয় না। তিনি এলাকার জনপ্রতিনিধি। নিজের নির্বাচনী ক্ষেত্রের ভালমন্দ দেখার দায়িত্ব তাঁর।”
এদিকে, কোচবিহার সফরের জন্য রাজ্যপাল পদ থেকে ধনকড়ের অপসারণের দাবি তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, বাংলায় ভোট পরবর্তী হিংসায় ইন্ধন যোগাচ্ছেন ধনকড়। তিনি আর রাজ্যপাল পদে থাকার যোগ্য নন। তিনি আরও বলেছেন, "দিল্লির শাহেনশাদের এজেন্ট ধনকড়। রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে হিংসায় ইন্ধন দিচ্ছেন তিনি। বিজেপি নেতার মতো কাজ করছেন। তিনি রাজ্যপালের পদে থাকার যোগ্যই নন। দ্রুত তাঁকে অপসারণ করা উচিত।"
নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে যাওয়ার প্রসঙ্গে সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, ‘‘একজন কুখ্যাত সাংসদকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। ওসিকে ধমকাচ্ছেন। ওনাকে বরখাস্ত করা উচিত।’’