Advertisment

পরিকল্পিত হিংসা! নাড্ডার কনভয়ে হামলায় রাজ্য সরকারকে বিঁধলেন শাহ

বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট পেয়েই সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট পেয়েই সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। হামলার তীব্র নিন্দা করে শাহ বলেছেন, কেন্দ্র এই হামলাকে খুব গুরুত্ব সহকারে নজরে রাখছে। পশ্চিমবঙ্গ সরকারকে মানুষের কাছে এই পরিকল্পিত হিংসার জন্য জবাব দিতে হবে।

Advertisment

এদিনের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। টুইট করে তিনি লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির জন্য রাজ্যের শাসকদলের হার্মাদরাই দায়ী। এদিনই রাজ্যপাল মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছেন। এদিন, নাড্ডার ডায়মান্ড হারবার যাওয়ার পথে জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করা হয়। ভাঙা হয়েছে বাসের কাচ। একাধিক গাড়িতে হামলা চালানো হয়। ইট-পাথর ছোড়া হয়। লাঠি নিয়েও আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। হামলায় কয়েকজনের আঘাত লেগেছে বলে অভিযোগ। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্য়জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্য়ের যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ।

হামলার ঘটনায় বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনকানুন নেই। এইভাবে সরকার চলছে। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের একাধিক নেতার চোট লেগেছে। ২০২১ সালে তৃণমূল সরকার ভেঙে দেব’। কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলার মানুষ এর জবাব দেবে’’। রাজ্য় পুলিশের তরফে টুইট করে জানানো হয়, ‘‘নিরাপদেই সভায় যোগ দেন জে পি নাড্ডা। তাঁর কনভয়ে কিছুই হয়নি। কনভয়ের পিছনে কয়েকটি গাড়ি লক্ষ্য় করে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ ইট-পাথর ছোড়েন। সকলেই সুরক্ষিত। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আদতে ঠিক কী হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah bjp JP Nadda
Advertisment