Advertisment

হিরণকে পাশে রেখে খড়গপুরে শাহী রোড শো, ‘BJP-ই ক্ষমতায় আসবে’, হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন খড়গপুর সদরের প্রার্থী অভিনেতা হিরণ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খড়গপুর রোড শোয়ে অংশ নিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা বাদে শুরু হয়েছে এই রোড শো। দিল্লিতে কর্মসূচি থাকায় এদিন কলাইকুণ্ডা নামতে দেরি করে স্বরাষ্ট্র মন্ত্রীর বিমান। খড়গপুরের মালঞ্চ থেকে শুরু হয়েছে এই রোড শো। রোড শো শেষ হবে পেট্রল পাম্প মোড়ে। প্রায় আড়াই কিমি রাস্তা জুড়ে এই রোড শো। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন খড়গপুর সদরের প্রার্থী অভিনেতা হিরণ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়।

Advertisment

রোড শোয়ের দু’ধারে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাড়ির ছাদ কিংবা রাস্তা থেকে অনেকে অমিত শাহদের গাড়ির দিকে ফুল ছুড়তে দেখা গিয়েছে। এই রোড শো থেকে স্লোগান উঠেছে ‘এবার বিজেপি’। রোড শোয়ের পিছন দিকে ডিজে বেজেছে, রঙ্গিন আলোয় সেজে উঠেছিল গোটা রাস্তা। ‘আব কি বার মোদী সরকার’-এর মতো ‘এবার বিজেপি’ এই স্লোগান আসন্ন বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির স্লোগান হতে চলেছে। এমনটাই দলীয় সূত্রে খবর। সুত্রের খবর, এই আসন থেকে ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর লোকসভা কেন্দ্র মেদিনীপুরের একটা বিধানসভা এই খড়গপুর (সদর) কেন্দ্র। তাই এই আসনে বিজেপি প্রার্থীকে জেতানো দিলীপ ঘোষের কাছে প্রেস্টিজ ফাইট। তাই হিরণের হয়ে প্রচারে রবিবার সন্ধ্যায় পথে নামলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী।   

জানা গিয়েছে, এদিন রোড শো সেরে খড়গপুরের একটি হোটেলে রাত্রিবাস করবেন তিনি। সোমবার সকালে বাকুড়া এবং পুরুলিয়ায় রয়েছে জনসভা। এদিকে, নন্দীগ্রামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শোয়ে নিরাপত্তা আঁটসাঁটো করেছে প্রশাসন। ড্রোনের মাধ্যমে আকাশপথে চলেছে নজরদারি।

বিজেপি সূত্রে খবর, জঙ্গলমহলকে পাখির চোখ করেছে বিজেপি। যেহেতু গত লোকসভা ভোটে এই এলাকায় ভাল ফল করেছে গেরুয়া শিবির। তাই সেই লিড বিধানসভায় রেখে এগিয়ে থাকতে চায় পদ্ম শিবির। সে কারণেই এদিন এত বড় রোড শোয়ের পর জঙ্গলমহলের আসনগুলির নিয়ে সাংগঠনিক বৈঠক করতে রবিবার রাতে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।  

amit shah dilip ghosh West Bengal Election 2021 Kharagpur
Advertisment