কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ‘গায়েব’ হয়ে যাবে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই তিনি এবার চাপদানিতে প্রচারে এসে বললেন বিজেপি ক্ষমতায় এলে গড়া হবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’। তিনি, অর্থাৎ যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক মাঠে সভা করেন। সেই সভায় বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে? তার একটা রূপরেখা বেঁধেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
নারী শিক্ষায় বাংলায় বিজেপি সরকার কী কী সুবিধা দেবে, সে বিষয়ে বৃহস্পতিবার জানান যোগী। তিনি বলেছেন, ‘কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি গার্লস এডুকেশন। সরকারি গণপরিবহনে মেয়েদের ফ্রি যাতায়াত।’
এর পরই তাঁর নিজের রাজ্যের ঢঙে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরির কথা ঘোষণা করেন তিনি। বলেন, ‘বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড।’
এই জনসভা থেকে দেশ জুড়ে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন যোগী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিজেপি যা বলে, তাই করে।’ রাম মন্দির নির্মাণ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, ‘তৃণমূল-সহ অন্য দল রামমন্দিরের বিরোধিতা করে এসেছেন। কিন্তু মোদীজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন।’
কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করানোর প্রতিশ্রুতি মোদী-শাহের সরকার পালন করেছে বলেও দাবি তাঁর। এই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস যে অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করেছিল, তা ফিরিয়ে দিয়েছে বিজপি-র সরকার। এখন চাঁপদানির লোকও কাশ্মীরে জমি কিনতে পারবেন।’
নিজের বক্তৃতায় গো-হত্যা, সিএএ আন্দোলন, দুর্গাপুজো বন্ধের মতো বিষয়গুলিও নিজের ঢঙে তুলেছেন বিজেপি-র এই ‘পোস্টার বয়’।