'বহিরাগত' হাতিয়ারে ঠিক এক বছর আগে বিজেপিকে বিঁধেছিল তৃণমূল। এবার সেই হাতিয়ারেই জোড়া-ফুলকে নিশানা করছে পদ্ম বাহিনী। আসানসোল লোকসভার পুননির্বাচনে বড় চমক দিয়েছে রাজ্যের শাসক শিবির। বাবুল সুপ্রিয়ের আসনেই এবার প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। যাকে কেন্দ্র করেই পদ্ম খোঁচায় বিদ্ধ ঘাস-ফুল। সর্বভারতীয়স্তরে বিজেপির আইটি সেলের প্রধান আমিত মালব্য কটাক্ষ করে টুইটে লিখেছেন যে, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর ডানা ছাঁটতে শুধু আসানসোল নয়, বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।'
কী লিখেছেন অমিত মালব্য?
মন্ত্রীত্ব ও বিজেপি ত্যাগের পর আসানসোলের সাংসদ পদেও ইস্তফা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। শনিবারই ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আসানসোলে পুননির্বাচন হবে ১২ এপ্রিল। কমিশনের কয়েক ঘন্টার মধ্যেই খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে আসানসোলেরর জন্য শত্রুঘ্ন সিনহাকে জোড়া-ফুল প্রার্থী হিসাবে ঘোষণা করেন।
আর তারপরই সরব গেরুয়া বাহিনী। টুইটে আমিত মালব্য লিখেছেন, 'অনুমান করা হয়েছিল যে, তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের যুব সংগঠনের সভাপতি সায়নী ঘোষকে প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর ভাইপোর ডানা ছাঁটতে শুধু আসানসোল নয়, বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।'
একুশের বিধানসভা ভোটের প্রচারে মোদী-শাহ বা নাড্ডারা ছাড়াও ভিন রাজ্যের একাধিক হেভিওয়েট বিজেপি নেতা বাংলায় এসেছিলেন। যাঁদের কটাক্ষ করে 'বহিরাগত' তত্ত্ব খাড়া করেছিল তৃণমূল। এই নিয়ে তরজা তুঙ্গে উঠেছিল। এবার আসানসোলে হিন্দি ভাষী তথা রাজ্যের বাইরের বাসিন্দা বর্ষীয়ান বলি অভিনেতাকে প্রার্থী করেছে তৃণমূল। যা নিয়েই তৃণমূলকে 'বহিরাগত' তত্ত্বেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন মালব্য। পাশাপাশি শাসক দলের অন্দরে নেতৃত্বের প্রস্নে মমতা-অভিষেক গোষ্ঠীর তথাকথিত দ্বন্দ্বও উস্কে দেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন- ত্রিপুরায় জোড়া-ফুলে অশনি সঙ্কেত, দলকে হুঁশিয়ারি বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়কের
এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার বলেছেন, 'নিজেদের প্রার্থী নেই, তাই বিজেপির দুই প্রাক্তনকে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করল তৃণমূল। এটা স্পষ্ট হয়ে গেল।'
প্রাক্তন সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরাও এই ইস্যুতে মুখ খুলেছেন। বিষয়টিকে নৈতিক জয় বলেই দেখছেন তিনি। ফেসবুক পোস্টে অনুপম লিখেছেন, 'আমাদের দুই বিজেপি-কর্মী তৃণমূলে গিয়ে টিকিট পাচ্ছে… এটাই আমাদের নৈতিক জয়।'
পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, 'অভিনেতা হলেও শত্রুঘ্ন সিনহা একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। তাঁর হাত ধরে তৃণমূলের জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আমা আত্মবিশ্বাসী। উনি জিতলে লাভ হবে তৃণমূলের।'