Advertisment

"উনি ৩ বার তিন ধর্মে বিয়ে করেছেন", অমর্ত্য সেনকে 'নীতিজ্ঞান' নিয়ে তোপ দিলীপের

পাল্টা দিলীপকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগেও বহুবার আক্রমণ করেছেন। এবার শান্তিনিকেতনে পৈতৃক জমি নিয়ে বিতর্কের জেরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ফের আক্রমণ করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অমর্ত্য সেনের বৈবাহিক জীবন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ। মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, "উনি তিনবার তিনধর্মে বিয়ে করেছেন। ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। সে বিষয়ে বিশেষ কিছু বলব না।"

Advertisment

এর আগে অমর্ত্য সেন 'লাভ জিহাদ' নিয়ে বলেছিলেন, "মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। যে কোনও মানুষ যে কোনও ধর্মগ্রহণ করতে পারেন।" এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নোবেলজয়ীকে বৈবাহিক জীবন নিয়ে আক্রমণ করেছেন দিলীপ। তোপ দেগে বলেছেন, “যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশের মানুষের কথা ভাবেননি তাঁর কাছে নীতিকথা শুনব না।”

আরও পড়ুন ‘আপনার সমর্থনই আমার শক্তির উৎস’, মমতাকে লিখলেন নোবেলজয়ী

শান্তিনিকেতনে জমি বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ৃসহ শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বাংলার বুদ্ধিজীবী সমাজ নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছেন। মমতার সমর্থন পেয়ে আপ্লুত হয়ে পাল্টা চিঠিও লিখেছেন অমর্ত্য সেন। সেই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেছেন, “যাঁরা ওঁনার কথা শুনছে তাঁরা ডুবছে। আমরা শুনব না।”

তবে চুপ করে নেই তৃণমূলও। নোবেলজয়ীকে বেনজির কুৎসা করার অভিযোগ তুলে দিলীপ ঘোষকে তোপ দেগেছেন সাংসদ সৌগত রায়। বলেছেন, “ওনার মতো মানুষের পক্ষে অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা সম্ভব নয়। অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেকারণেই তাঁকে এত অপছন্দ বিজেপির।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

dilip ghosh shantiniketan amartya sen bjp
Advertisment