Advertisment

কেজি-পিজি ফ্রিতে নারী শিক্ষা, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত! দেখুন বঙ্গ বিজেপির সংকল্প পত্র

‘ভারতীয় জনতা পার্টি যা বলে, তাই করে। বরং তার চেয়ে বেশি করে।‘

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইজেডসিসিতে বিজেপির ইস্তেহার হাতে স্বরাষ্ট্র মন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল

শিল্প, বিনিয়োগ আর শান্তির লক্ষে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন প্রয়োজন। এদিন বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ মঞ্চে এই দাবি করেন সাংসদ দেবশ্রী চৌধুরী।  ‘সোনার বাংলা’ গড়তে আসন্ন বিধানসভা নির্বাচনে সঙ্কল্পপত্র প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্য নেতৃবৃন্দ।

Advertisment

এদিন ইস্তেহার প্রকাশ করে অমিত শাহ বলেন, ‘এতা সঙ্কল্প পত্র। এতা মেনেই বিজেপি সরকার চলবে। সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এই ইস্তেহার। এই ইস্তেহার খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। বাংলায় রাজনৈতিক হিংসা চরমে। রাজনীতির দুরবৃত্তায়ন হয়েছে। বাংলায় ভোট ব্যাঙ্কের রাজনীতি। তৃণমূলের কুশাসনে বাংলার কালো অধ্যায়। এই আমলে পিছিয়ে পড়েছেন মহিলারা।‘

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘কোন পথে বাংলার উন্নয়ন। কীভাবে বাংলায় কাজ করতে চায় বিজেপি। তাঁর সঙ্কল্প গৃহীত হয়েছে ইস্তেহারে। এক বছর এক মাসের দীর্ঘ প্রস্তুতি নিয়ে এই ইস্তেহার তৈরি। মানুষের দোরে দোরে ঘুরে, তাঁদের কী পাওনা? কী চাহিদা? এই সব বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে ইস্তেহার।‘  দিলীপ ঘোষ আর দাবি করেন, ‘ভারতীয় জনতা পার্টি যা বলে, তাই করে। বরং তার চেয়ে বেশি করে।‘

কী কী আছে ইস্তেহারে, দেখুন:

  • রাজ্য সরকারি অফিসে মহিলাদের ৩৩% সংরক্ষণ
  • প্রথম ক্যাবিনেট বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ৩ বছরে প্রাপ্য ১৮ হাজার টাকা দেওয়া হবে
  • ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন গঠন
  • তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড, ঘোষণা বিজেপি-র
  • ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট
  • রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির আশ্বাস
  • রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন
  • প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক, দায়িত্বে মহিলারাই
  • ‘আত্মনির্ভর মহিলা’ প্রকল্পের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ
  • মহিলাদের এককালীন ২০ হাজার টাকা করে ঋণ দেবে সরকার
  • প্রসূতিদের এখন অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হবে
  • স্কুল, কলেজে, বাজারে ৫০ হাজার সেনেটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন
  • এক টাকাতে মিলবে স্যানিটারি ন্যাপকিন
  • শরণার্থীদের নাগরিকত্ব দিতে প্রথম মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে
  • সীমান্ত নিশ্ছিদ্র করে অনুপ্রবেশ রোখা
  • রেশনে ১ টাকা কেজি গম, ৩০ টাকা কেজি ডাল, ৩ টাকা কেজি নুন এবং ৫ টাকা কেজি চিনি বিক্রি হবে
  • মাহিষ্য, তিলি-সহ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত করা
  • প্রতিটি ব্লকে একলব্য মডেল আবাসিক স্কুল
  • ১০০ দিনের কাজ বে়ড়ে ২০০ দিন হবে
  • মুখ্যমন্ত্রীর দফতরের আওতায় দুর্নীতি বিরোধী সেল তৈরি করা হবে
  • প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত লাগু
  • কেজি-পিজি পর্যন্ত মহিলাদের শিক্ষা বিনামুল্যে
  • সরকারি পরিবহণে মহিলাদের ফ্রি যাতায়াত
  • বিধবা-বার্ধক্য ভাতা ৫ হাজার টাকা
  • কল্যাণী ছাড়াও রাজ্যে আর দুটি AIIMS
  • একটি উত্তরবঙ্গে, অপরটি সুন্দরবনে
  • পার্শ্ব শিক্ষকদের বেতন প্রাথমিকে ১৫,০০০ এবং মাধ্যমিকে ২০,০০০ টাকা
  • বালিকা আলোতে ছাত্রীদের ১৮ বছর হলেই মিলবে এককালীন ২ লাখ টাকা
  • সোনার বাংলা গড়তে ১১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
  • সরকারি চাকরির নিয়োগে একটাই কমন এডমিশন টেস্ট
  • কলকাতায় সোনার বাংলা মিউজিয়াম
  • ৭৫ লাখ কৃষককে বছরে ১০,০০০ টাকা
  • প্রতি পরিবারের এক জনের কর্মসংস্থান
  • শৈলেন মান্নার নামে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয়
  • পুরোহিতদের মাসে ৩,০০০ টাকা অনুদান
  • ৬০ বছরের উপর বয়স্ক কীর্তন গায়কদের মাসে ৩,০০০ টাকা অনুদান
  • রাজ্যে ৯টি পর্যটন সার্কিট গঠন
  • কলকাতাকে ‘ফিউচার সিটি’ হিসেবে গড়ে তোলা হবে
  • মেট্রো রেল চলবে শ্রীরামপুর, ধূলাগড় ও কল্যাণী পর্যন্ত
  • মেডিক্যাল কলেজে চিকিৎসক এবং নার্সের আসন দ্বিগুণ করা
  • নোবেল পুরস্কারের মতো টেগোর পুরস্কার, অস্কারের মতো সত্যজিৎ রায়ের নামে পুরস্কার
  • মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকা পর্যন্ত বিমা
  • মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান
  • স্কুল পরিকাঠামো উন্নয়নে বিদ্যাসাগরের নামে ২০ হাজার কোটি টাকার অনুদান
  • কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন
  • দুর্নীতি রুখতে বিশেষ হেল্পলাইন
  • শহর পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি টাকার তহবিল
  • আগামিী৫ বছর শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা করে অনুদান
  • বিধবা পেনশন এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা
  • স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে কাদম্বিনী গাঙ্গুলি নামে ১০ হাজার কোটি টাকার অনুদান
  • শান্তিনিকেতনকে বিশ্ব মঞ্চে স্থাপন করতে ১৫০ কোটি টাকার তহবিল
  • মা অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকায় দিনে তিন বার পুষ্টিকর খাবার প্রদান
  • পুজো-উৎসবের জন্য আদালতে যেতে হবে না
  • কৃষক সম্মান নিধি ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা
  • রাজ্য সরকারি অফিসে মহিলাদের ৩৩% সংরক্ষণ
  • প্রথম ক্যাবিনেট বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ৩ বছরে প্রাপ্য ১৮ হাজার টাকা দেওয়া হবে
  • ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন গঠন
  • তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড, ঘোষণা বিজেপি-র
  • ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট
  • রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির আশ্বাস
  • রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন
  • প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক, দায়িত্বে মহিলারাই
  • ‘আত্মনির্ভর মহিলা’ প্রকল্পের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ
  • মহিলাদের এককালীন ২০ হাজার টাকা করে ঋণ দেবে সরকার
  • প্রসূতিদের এখন অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হবে
  • স্কুল, কলেজে, বাজারে ৫০ হাজার সেনেটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন
  • এক টাকাতে মিলবে স্যানিটারি ন্যাপকিন
  • শরণার্থীদের নাগরিকত্ব দিতে প্রথম মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে
  • সীমান্ত নিশ্ছিদ্র করে অনুপ্রবেশ রোখা
  • রেশনে ১ টাকা কেজি গম, ৩০ টাকা কেজি ডাল, ৩ টাকা কেজি নুন এবং ৫ টাকা কেজি চিনি বিক্রি হবে
  • মাহিষ্য, তিলি-সহ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত করা
  • প্রতিটি ব্লকে একলব্য মডেল আবাসিক স্কুল
  • ১০০ দিনের কাজ বে়ড়ে ২০০ দিন হবে
  • মুখ্যমন্ত্রীর দফতরের আওতায় দুর্নীতি বিরোধী সেল তৈরি করা হবে
  • প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত লাগু
  • কেজি-পিজি পর্যন্ত মহিলাদের শিক্ষা বিনামুল্যে
  • সরকারি পরিবহণে মহিলাদের ফ্রি যাতায়াত
  • বিধবা-বার্ধক্য ভাতা ৫ হাজার টাকা
  • কল্যাণী ছাড়াও রাজ্যে আর দুটি AIIMS
  • একটি উত্তরবঙ্গে, অপরটি সুন্দরবনে
  • পার্শ্ব শিক্ষকদের বেতন প্রাথমিকে ১৫,০০০ এবং মাধ্যমিকে ২০,০০০ টাকা
  • বালিকা আলোতে ছাত্রীদের ১৮ বছর হলেই মিলবে এককালীন ২ লাখ টাকা
  • সোনার বাংলা গড়তে ১১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
  • সরকারি চাকরির নিয়োগে একটাই কমন এডমিশন টেস্ট
  • কলকাতায় সোনার বাংলা মিউজিয়াম
  • ৭৫ লাখ কৃষককে বছরে ১০,০০০ টাকা
  • প্রতি পরিবারের এক জনের কর্মসংস্থান
  • শৈলেন মান্নার নামে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয়
  • পুরোহিতদের মাসে ৩,০০০ টাকা অনুদান
  • ৬০ বছরের উপর বয়স্ক কীর্তন গায়কদের মাসে ৩,০০০ টাকা অনুদান
  • রাজ্যে ৯টি পর্যটন সার্কিট গঠন
  • কলকাতাকে ‘ফিউচার সিটি’ হিসেবে গড়ে তোলা হবে
  • মেট্রো রেল চলবে শ্রীরামপুর, ধূলাগড় ও কল্যাণী পর্যন্ত
  • মেডিক্যাল কলেজে চিকিৎসক এবং নার্সের আসন দ্বিগুণ করা
  • নোবেল পুরস্কারের মতো টেগোর পুরস্কার, অস্কারের মতো সত্যজিৎ রায়ের নামে পুরস্কার
  • মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকা পর্যন্ত বিমা
  • মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান
  • স্কুল পরিকাঠামো উন্নয়নে বিদ্যাসাগরের নামে ২০ হাজার কোটি টাকার অনুদান
  • কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন
  • দুর্নীতি রুখতে বিশেষ হেল্পলাইন
  • শহর পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি টাকার তহবিল
  • আগামিী৫ বছর শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা করে অনুদান
  • বিধবা পেনশন এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা
  • স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে কাদম্বিনী গাঙ্গুলি নামে ১০ হাজার কোটি টাকার অনুদান
  • শান্তিনিকেতনকে বিশ্ব মঞ্চে স্থাপন করতে ১৫০ কোটি টাকার তহবিল
  • মা অন্নপূর্ণা ক্যান্টিনে দিনে তিন বার পুষ্টিকর খাবার প্রদান
  • পুজো-উৎসবের জন্য আদালতে যেতে হবে না
  • কৃষক সম্মান নিধি ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা
  • রাজ্যের জন্য হুইসল ব্লোয়ার আইন
  • রাজ্যে অটো, গয়না শিল্পের জন্য পার্ক
  • ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য বিদ্যুৎ ছাড়
  • পুরুলিয়ায় বিমানবন্দ তৈরি হবে
  • সরকারি ভাষা হিসাবে বাংলা ব্যবহারের জন্য অধ্যাদেশ জারি করা হবে
  • ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্স পড়ানো হবে বাংলায়
  • নয়া পর্যটন নীতি তৈরি করা হবে, ১ হাজার কোটি টাকার প্রাথমিক ফান্ড
  • রাজ্যে আলাদা করে ৯টি পর্যটন সার্কিট তৈরি করা হবে
  • সাঁওতাল, ভুমিজ-সহ অন্যান্য উপজাতিদের নিয়ে পৃথক ডেভেলপমেন্ট বোর্ড
  • চা শ্রমিকদের দৈনিক ৩৫০ টাকা মজুরি
West Bengal Polls 2021 Election manifesto amit shah bjp
Advertisment