Advertisment

রেড ভলান্টিয়ার্সরাই সম্পদ, ১৬ দফা কর্মসূচি নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ সিপিএম

রাজ্য সম্পাদক হয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামিদিনের কর্মসূচি জানালেন মহম্মদ সেলিম।

author-image
IE Bangla Web Desk
New Update
dog has been disgraced for being compared to police selim cpim

বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

কোভিড অতিমারিতে যখন ধুঁকছে সংগঠন, সেইসময় উত্থান হয়েছিল রেড ভলান্টিয়ার্সদের। এবার সেই রেড ভলান্টিয়ার্সদের সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা বঙ্গ সিপিএমের। বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক হয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মহম্মদ সেলিম। প্রাক্তন সাংসদ আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরে সাংবাদিকদের বলেন, রাজ্য সম্মেলনে ১৬ দফা কর্মসূচি নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামিদিনের রাজনৈতিক পদক্ষেপ করা হবে।

Advertisment

বঙ্গ সিপিএমের প্রথম সংখ্যালঘু মুখ হিসাবে সম্পাদক হলেন মহম্মদ সেলিম। সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ঘোষিত হয়েছে নয়া রাজ্য কমিটিও। একটি পদ খালি রেখে ৭৯ জনের নাম ঘোষণা হয়েছে। সরে দাঁড়িয়েছেন বিমান বসু, রবীন দেব, সূর্যকান্ত মিশ্ররা। নতুন মুখ হিসাবে কমিটিতে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, মধুজা সেন রায়, প্রতিকুর রহমানরা। তবে দলকে নতুন করে উজ্জীবিত করেছে মানুষের মধ্যে রেড ভলান্টিয়ার্সদের গ্রহণযোগ্যতা। এবার তাঁদের সামনে রেখেই এগোতে চাইছে বঙ্গ সিপিএম।

এদিন সেলিম বলেন, "সামাজিক বিন্যাস মাথায় রেখে, মহিলা-পুরুষ নির্বিশেষে প্রবীণ-নবীনের মিশেলে রাজ্য কমিটি তৈরি হয়েছে। বয়সের কথা মাথায় রেখে নতুনদের আরও সুযোগ। প্রবীণরাও একটা বয়সের পর থেকে কমিটি আর থাকবেন না। কোভিড, ঘূর্ণিঝড়, বন্যা সব পরিস্থিতিতেই গত কয়েক বছর আমরা মাঠে-ময়দানে থেকেছি। শত বাধা বিপত্তিতেও মানুষের জন্য কাজ করেছি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের বদলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। ২ সরকারের জন্য মানুষের ভোগান্তি হয়েছে।"

আরও পড়ুন বঙ্গ সিপিএমের দায়িত্বে এবার সেলিম, সরলেন বিমান, সূর্য, রবীনরা

সেলিম আরও বলেন, "কোভিডের সময় স্বল্পমূল্য়ের শ্রমজীবী ক্যান্টিন হয়েছে, অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়েছে। যখন কমিউনিস্টদের এপিটাফ লেখা হচ্ছে, তখন রেড ভলান্টিয়ার্সরা উঠে এসেছে। রেড ভলান্টিয়ার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। এটাই আগামিদিন বড় কাজ হবে। ১৬ দফা কর্মসূচি নিয়েছি। সেই অনুযায়ী আগামিদিনে সংগঠন এগিয়ে যাবে।"

CPIM Red Volunteers Md Selim
Advertisment