Advertisment

বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিষপানের ঘটনায় রাজ্যকে তোপ দিলীপের

"একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর এদিকে, সরকারি দফতরের সামনে মহিলারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্য!"

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh assaulted during bhawanipur byelection campaign

দিলীপ ঘোষ।

বদলির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিকাশ ভবনের সামনে পাঁচ শিক্ষিকার বিষ পানের ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিজেপি-সিপিএম একযোগে আক্রমণ করেছে রাজ্য সরকারকে। গতকালের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে গেলেও ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Advertisment

এই ইস্যুতে বুধবার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে তিনি বলেন, "এই রাজ্যে সব থেকে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। রাজ্যের সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে। বেতন বাড়ে না, ডিএ দেয় না তার উপর বদলি। একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর এদিকে, সরকারি দফতরের সামনে মহিলারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্য!"

প্রসঙ্গত, চাকরিতে বদলির নির্দেশে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিষ খেলেন পাঁচ শিক্ষিকা৷ এদিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের মাঝেই পাঁচ শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয় বলে দাবি৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে গিয়েছিলেন ওই পাঁচজন৷ তবে মন্ত্রী না থাকায় দেখা হয়নি৷

পরে বাইরে এসে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি বেঁধে যায় পাঁচ শিক্ষিকার৷ মুহূর্তে ব্যাগ থেকে একটি শিশি বের করে বিষ খেয়ে নেন পাঁচজন৷ গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচজনই ভর্তি হাসপাতালে৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ নামে একটি সংগঠনের সদস্যরা৷ সেই আন্দোলনেই যুক্ত রয়েছেন এই পাঁচ শিক্ষিকা৷ বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনের মাঝেই আচমকা এই পাঁচ শিক্ষিকাকে তাঁদের হোম ডিস্ট্রিক্ট থেকে অন্য জেলায় বদলি করে দেওয়া হয়েছে বলে দাবি৷ এই বদলির প্রতিবাদে এদিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে সোচ্চার হতে দেখা গিয়েছে পাঁচ শিক্ষিকাকে৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে এদিন বিকাশ ভবনে যান পাঁচজন৷ মন্ত্রীর সামনেই বদলির প্রতিবাদ জানাবেন বলে তাঁরা ঠিক করেছিলেন৷ তবে শিক্ষামন্ত্রী না থাকায় দেখা হয়নি৷ কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দেখা করেই বেরিয়ে আসেন ওই পাঁচ শিক্ষিকা৷

আরও পড়ুন বদলির নির্দেশে ক্ষোভ, বিষ খেলেন পাঁচ শিক্ষিকা

বিকাশ ভবনের বাইরে বেরিয়ে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় শিক্ষিকাদের৷ মহিলা পুলিশের কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় শিক্ষিকাদের৷ এরই মধ্যে পাঁচ শিক্ষিকা নিজেদের ব্যাগ থেকে শিশি বের করে কিছু খেয়ে নেন৷ তারপরেই রীতিমতো অসু্স্থ হয়ে পড়েন তাঁরা৷ পাঁচজন বিষ খেয়েছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ৷ তড়িঘড়ি অসু্স্থ পাঁচজনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা৷

তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় প্রত্যেককেই স্থানান্তর করে দেওয়া হয়৷ অসুস্থ শিক্ষিকাদের মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়৷ বাকি ৩ জন ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ এদিকে, এদিনের এই ঘটনার পরেই বিকাশ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়৷ গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী৷ পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হাজির হন বিকাশ ভবনে৷ যদিও এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া মেলেনি৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

dilip ghosh bjp
Advertisment