Advertisment

হিংসা পরবর্তী পরিস্থিতি দেখতে শীতলকুচি যাবেন রাজ্যপাল, ধনকড়কে কটাক্ষ তৃণমূলের

রাজ্যপাল জগদীপ ধনকড় বৃহস্পতিবার, ১৩ মে কলকাতা থেকে বিএসএফের হেলিকপ্টারে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা শীতলকুচি ও অন্যান্য জায়গায় যাবেন। সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Jagdeep Dhankhar

অমিত শাহের সঙ্গে ধনকড়ের বৈঠকের জল্পনা নিয়ে মমতার তোপ, "উনি কার সঙ্গে দেখা করবেন ওঁর ব্যাপার। উনি তো ওঁদেরই লোক।"

ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতে এবার নিজেই মাঠে নামছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগামিকাল, বৃহস্পতিবার হিংসার হাল হকিকত জানতে কোচবিহারের শীতলকুচি যাবেন রাজ্যপাল। মঙ্গলবার রাজভবনের তরফে টুইটে জানানো হয়, "রাজ্যপাল জগদীপ ধনকড় বৃহস্পতিবার, ১৩ মে কলকাতা থেকে বিএসএফের হেলিকপ্টারে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা শীতলকুচি ও অন্যান্য জায়গায় যাবেন। সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলবেন তিনি।"

Advertisment

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটের সময় শীতলকুচি আসনের জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন চারজন ভোটার। তাঁদের বিরুদ্ধে গন্ডগোল ও বাহিনীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করার চেষ্টার অভিযোগ ওঠে। ওইদিনই সকালে শীতলকুচিরই এক প্রথম বারের ভোটার আনন্দ বর্মণ গুলিতে খুন হন। পরবর্তীকালে ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যে একাধিক জায়গায় হিংসার খবর পাওয়া যায়। রাজ্যপাল বারবার মমতা সরকারের কাছে আবেদন করেন, হিংসার জন্য দোষীদের কড়া শাস্তি দেওয়ার জন্য।

গত সোমবারই ধনকড় বলেন, বাংলার মানুষ ভোট দেওয়ার মূল্য চোকাচ্ছেন। ভোট পরবর্তী হিংসার ঘটনা বেশ উদ্বেগজনক। আমি হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাব। তিনি আরও জানান, রাজ্য সরকার তাঁর আবেদন সত্ত্বেও সফরের জন্য কোনও বন্দোবস্ত করেনি। তিনি বলেছেন, "যদি ভোট দেওয়ার কারণে কারও মৃত্যু হয়, সম্পত্তি নষ্ট হয়, সশস্ত্র হিংসা হয় তাহলে সেটা গণতন্ত্র ধ্বংসের সঙ্কেত।"

রাজ্যপালের সফরের সিদ্ধান্তে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের সাংসদ সৌগত রায়ের খোঁচা, "যখন রাজ্যে হিংসা বন্ধ হয়েছে এবং সমস্ত জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তখন রাজ্যপাল হিংসা কবলিত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি।" যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যপালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

tmc bjp Jagdeep Dhankhar Sitalkuchi Massacre
Advertisment