Advertisment

"জেলে যাব, কিন্তু মমতাকেই ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই", ডিগবাজি গুরুংয়ের

গোর্খাল্যান্ড ইস্যুতে কথা রাখেননি মোদী-শাহ, এনডিএ জোট ছাড়তে চান 'পলাতক' গোর্খা জনমুক্তি মোর্চা নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

জেলে যাব, কিন্তু মমতাকেই ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই। কলকাতায় এসে একুশের ভোটে তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার পলাতক নেতা গুরুং। একইসঙ্গে গোর্খাল্যান্ড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের বিরুদ্ধে। জানিয়ে দিলেন তিনি এনডিএ-র সঙ্গে নেই। বিজেপি এবং মোদী-শাহ গোর্খাল্যান্ড নিয়ে প্রতিশ্রুতি পূরণ করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি রাখতে জানেন। তাই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একুশের বিধানসভা নির্বাচনে মমতার পাশে থেকেই লড়তে চান।

Advertisment

বুধবার কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে গুরুং বলেন, "গোর্খাল্যান্ড ইস্যুতে এতদিন বিজেপির সঙ্গে ছিলাম। আমাদের গোর্খাল্যান্ড ইস্যুতে লড়াই চালিয়ে যাব। ২০২৪ সালে আমাদের ইস্যুর পাশে যে দল থাকবে আমরা তাদেরই সমর্থন করব। ৬ বছর কেটে গেলেও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কথা দিয়েও কথা রাখেননি কেউই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি পূরণ করেছিলেন। আজ তাই আমি বলছি, এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই। আর একুশের ভোটে আমরা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ব। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই। তাই আমি ওনাকে আবেদন করব, পাহাড়-ডুয়ার্সের উন্নয়নের জন্য আমরা মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী। ওনার উপর ভরসা আছে।"

আরও পড়ুন কলকাতায় আবির্ভাব বিমল গুরুংয়ের! আচমকা হাজির গোর্খা ভবনে

তিনি এদিন বলেছেন, "এখনও তৃণমূল বা মমতার সঙ্গে কোনও কথা হয়নি। তবে এবার কথা বলব। তারপর সাংবাদিকদের সব জানাব। রাজনীতিতে কেউ চিরশত্রু না বা চিরবন্ধু নয়। বিজেপি কথা দিয়ে রাখেনি। ওঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। এবার একুশের ভোটে বিজেপিকে কড়া জবাব দেব। কিন্তু আমি কোনও অপরাধী নই। তিন বছর ধরে দিল্লিতেই ছিলাম। এই তিন বছরে আমার জীবন দর্শন পাল্টে গিয়েছে।" বিমল গুরুং নিয়ে সরাসরি মন্তব্য করতে না চাইলেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বলেন, "রাজ্যে শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের প্রশ্নে সবার সহযোগিতা কাম্য। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে বাংলা আরও দ্রুত প্রগতির পথে এগিয়ে যাবে সেটার প্রতি সমর্থন স্বাগতযোগ্য।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Bimal Gurung bjp
Advertisment