দিন তিনেক আগেই বিজেপির রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে। তার রেশ বজায় রইল জেলা কমিটিগুলিতেও। সভাপতি থেকে জেলা ইনচার্য- এবার গেরুয়া দলের জেলাস্তরেও অদলবদল করা হল। বঙ্গ বিজেপির তরফে এদিন জেলা কমিটিগুলির সভাপতি, ইনচার্জ, বিভাগ ইনচার্জ ও বিভাগ আহ্বায়কদের নাম প্রকাশ করা হয়। বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল করা হয়েছে। দলে গুরুত্ব বাড়ছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের। আগে সংগঠনের মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন তিনি। এবার ঠাঁই হয়েছে দলের সাধারণ সম্পাদক পদে। এখানেই শেষ নয়, এদিন প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে কলকাতার বিভাগ ইনচার্জ করা হয়েছে অগ্নিমিত্রাকে।
কলকাতা পুরভোটে বিজেপির শোচনীয় পরাজয় ঘটেছে। প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে বামেরা পিছনে ফেলেছে গেরুয়া বাহিনীকে। বছর ঘুরলেই রাজ্যের শতাধিক পুরসভায় ভোট। কলকাতার ফলাফলের প্রভাব যাতে জেলার পুরসভা নির্বাচনে না পড়ে তার জন্য উদ্যোগী বঙ্গ বিজেপি নেতারা। ফলে এবার রাজ্যস্তরে নেতা বদলের মতোই জেলা কমিটির বহু সভাপতিকে পাল্টে মান রক্ষার মরিয়া চেষ্টায় মরলীধর সেন লেনের নেতৃত্ব। বাতিল করা হয়েছে ৩০ জেলা সভাপতিকে। জেলা কমিটির সভাপতিস্তরে অপেক্ষাকৃত তরুণ মুখকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
গোটা পশ্চিমবঙ্গকে ছয়'টি বিভাগে ভাগ করে বিভাগ ইনচার্জ করা হয়েছে। এক নজরে কারা কারা কোন বিভাগের ইনচার্য?
- শিলিগুড়ি- সঞ্জয় সিং
- মালদহ- শ্যাম চাঁদ ঘোষ
- উত্তর ২৪ পরগনা- অর্জুন সিং
- নবদ্বীপ- জ্যোতির্ময় সিং মাহাতো
- কলকাতা- অগ্নিমিত্রা পাল
- দক্ষিণ ২৪ পরগনা- জগন্নাথ চ্যাটার্জী
- হুগলী- দীপক বর্মন
- মেদিনীপুর- মনোজ পাণ্ডে
- বর্ধমান- লকেট চ্যাটার্জী
- পুরুলিয়া- নির্মল কর্মকার
তিনটি বাড়িয়ে মোট ৪২টি সাংগঠনিক জেলায় ভাগ করা হযেছে বঙ্গ বিজেপির কমিটিটিগুলিকে। প্রত্যেক জেলার জন্য রয়েছে এক জন করে ইনচার্য। এক নজরে কে কোন জেলার ইনচার্য?
- আলিপুরদুয়ার- নিখিল রঞ্জন দে
- কোচবিহার- আগুন রায়
- জলপাইগুড়ি- মনোরঞ্জন মণ্ডল
- দার্জিলিং- অরুণ মণ্ডল
- শিলিগুড়ি- পার্থ মজুমদার
- রায়গঞ্জ- শিবেন্দু সরকার রায়, গোবিন্দ চন্দ্র মণ্ডল
- বালুরঘাট-শঙ্কর চক্রবর্তী
- মালদহ উত্তর- সুজিত দাস
- মালদহ দক্ষিণ- বিশ্বজিৎ লাহিড়ি, বিনয় বর্মন
- মুর্শিদাবাদ উত্তর- সুদীপ্ত চ্যাটার্জী
- মুর্শিদাবাদ দক্ষিণ- আশুতোষ পাল
- নদিয়া উত্তর- মানবেন্দ্র রায়
- নদিয়া দক্ষিণ- স্বপণ মজুমদার
- বনগাঁ- প্রদীপ ব্যানার্জী রণদেব মজুমদার,
- বসিরহাট- শঙ্কর চ্যাটার্জী
- ব্যারাকপুর- প্রবাল রাহা
- বারাসত- অনল বিশ্বাস
- কেএনএসজি- সুনীপ দাস
- কলকাতা উত্তর- সৌরভ শিকদার
- কলকাতা দক্ষিণ- শীলভদ্র দত্ত
- ডায়মণ্ড হারবার- সুবীর নাগ
- জয়নগর- সত্যপ্রিয় চক্রবর্তী
- মথুরাপুর- গৌতম চৌধুরী
- দঃ ২৪ পরগনা পূর্ব- মানস ভট্টাচার্য
- হুগলি- শ্যামল বোস
- আরামবাগ- ভাস্কর ভট্টাচার্য
- উলুবেড়িয়া- বিপ্লব ভট্টাচার্য
- হাওড়া- শঙ্কর শিকদার
- শ্রীরামপুর- প্রসেনজিৎ সরকার
- ঘাটাল- সুখময় সতপতি
- মেদিনীপুর- নীলাঞ্জন রায়
- কাঁথি- মলয় সিনহা
- তমলুক স্বপন দত্ত
- ঝাড়গ্রাম- অমরনাথ শুক্লা
- বোলপুর- সন্দীপ নন্দী
- বর্ধমানে- নীলাদ্রি শেখর দানা
- কাটোয়া - অসীম বিশ্বাস
- বীরভূম- কষ্ণেন্দু মজুমদার
- আসানসোল- বিবেকানন্দ পোদ্দার
- পুরুলিয়া- অজয় বাউড়ি
- বাঁকুড়া- অজয় পোদ্দার
- বিষ্ণুপুর- হরকালী পাতিহার
এক নজরে বিজেপির জেলা সভাপতিরা…
সভাপতি পদে বসে নিজের টিম গড়লেন সুকান্ত মজুমদার। কিন্তু এতে এ রাজ্যে হাল ফিরবে বিজেপির? আগামী পুরভোটেই মিলতে পারে ফল।