কিছুদিন আগে মার্কিন গণতন্ত্রের মন্দির হিসাবে খ্যাত ক্যাপিটল হিলে হামলা চালায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা কালো দিন হিসাবে খ্যাত হয়ে থাকবে ৬ জানুয়ারি। বিশ্বের দরবারে লজ্জায় মাথা কাটা গিয়েছে আমেরিকার। ক্যাপিটলে হিলে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতও। এবার সেই ঘটনা নিয়ে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভা থেকে ট্রাম্প সমর্থকদের সঙ্গে তুলনা টানলেন বিজেপি কর্মীদের।
সোমবার নদিয়ার জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "যেদিন বিজেপি নির্বাচনে হারবে, সেদিন ওদের কর্মী-সমর্থকরাও ট্রাম্পের সমর্থকদের মতো আচরণ করবে।" একইসঙ্গে, দলত্যাগী নেতাদের নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। বলেছেন, "আপনারা দেখছেন কিছু নেতা বিজেপিতে যাচ্ছে। পাবলিকের টাকা লুঠ করে এখন সেটা বাঁচাতে বিজেপিতে যাচ্ছে। বিজেপি পার্টি হল ওয়াশিং মেশিন, যেখানে দুর্নীতিবাজরা কালো থেকে সাদা হয়ে যায়।"
আরও পড়ুন স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই কড়া শাস্তির কোপ, নার্সিংহোমগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এদিন নদিয়ার রাণাঘাটে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের নিরিখে নদিয়ার এই অংশে যথেষ্ট শক্তিশালী বিজেপি। রাণাঘাট লোকসভা কেন্দ্রটিও জিতেছে গেরুয়া দল। নদিয়ায় মতুয়া সম্প্রদায়ের মানুষের প্রভাব রয়েছে। তাই এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে এনআরসি-সিএএ-এনপিআর বিরোধিতা। একই সঙ্গে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় নানান প্রকল্পের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেন স্বাস্থ্যসাথী সহ দুয়ারে সরকারের সাফল্যের খতিয়ান। বিজেপি থাকলে দেশে ফের ছিয়াত্তরের মন্বন্তর হবে বলে সতর্ক করে দেন তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন