একুশের মহারণের লক্ষ্যে রাজনৈতিক উত্তাপ চড়ছে বঙ্গে। মেদিনীপুরের পর বুধবার বনগাঁয় দ্বিতীয় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের সভায় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হলেও বকলমে একুশের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বনগাঁয় সভা করবেন মমতা অন্যদিকে, এদিনই ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় সূত্রে খবর, বেলা ১২টায় কলকাতায় নামবেন নাড্ডা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মমতার পাড়াতেই 'আর নয় অন্যায়' কর্মসূচিতে অংশ নেবেন নাড্ডা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন হেস্টিংসে দলীয় কার্যালয়ের মধ্য়ে গঠিত নতুন নির্বাচনী দফতরের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের পাশাপাশি, রাজ্যের ৯টি জেলায় দলীয় কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করবেন নাড্ডা। অংশ নেবেন দলের 'আর নয় অন্যায়' কর্মসূচিতে। এরপর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচিতে অংশ নেবেন। ভবানীপুরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন ‘মিছিল ডেকে নিজেই লোক মারে বিজেপি’, দাবি মমতার
ঠাসা কর্মসূচিতে এরপর যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। পুজো সেরে চা-চক্রে যোগ দেবেন নাড্ডা। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এর আগে ২০১৭ সালে কলকাতা সফরে এসে ভবানীপুরে গিয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিন বছর পর আবার ভবানীপুরে একাধিক কর্মসূচি নিয়ে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা। প্রসঙ্গত, ২০১১ ও ২০১৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। উনিশের লোকসভা ভোটের ফলের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে মাত্র ৩ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল। আগামিকাল, ১০ ডিসেম্বর জে পি নাড্ডা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় ডায়মন্ড হারবারে সভা করবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন