Advertisment

পুরভোটে প্রার্থী খুঁজতে ড্রপ বক্সে আস্থা বিজেপির

পুরসভা ভোটে প্রার্থী খুঁজতে অভিনব উদ্যোগ পদ্ম শিবিরের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতায় বিজেপির সদর দফতরে ড্রপ বক্স।

পুরসভা ভোটে প্রার্থী খুঁজতে অভিনব উদ্যোগ পদ্ম শিবিরের। দলের রাজ্য সদর দফতরের বাইরে বসানো হয়েছে ড্রপ বক্স। পুর নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হতে ইচ্ছুকরা সেই ড্রপ বক্সেই তাঁদের আবেদন জমা করতে পারবেন। এই প্রক্রিয়াতেই এপ্রিলের মাঝামাঝি রাজ্যজুড়ে হতে চলা পুরভোটের উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া যাবে বলে মনে করছে মুরলীধর সেন লেনের নেতারা।

Advertisment

রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, 'নিজের এলাকায় পরিচিত মুখ, যাঁর খ্যাতি রয়েছে, বিজেপির হয়ে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক- তাঁরাই ড্রপ বক্সে জীবন-বৃত্তান্ত দিয়ে আবেদন করতে পারেন।' তাঁর কথায়, 'প্রতিটি আবেদন খতিয়ে দেখা হবে। এইভাবেই ভাল কাজে আগ্রহী জনপ্রতিনিধি খুঁজে বার করা যাবে।'

আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হবেন বলে গোপন বোঝাপড়া করছেন, বিস্ফোরক মুকুল

নেতা নির্ধারণে কংগ্রেস ও তৃণমূলের পরিবারতন্ত্রের সমালোচনা করে বিজেপি। এবার ড্রপ বক্সের মাধ্যমে প্রার্থী বাছতে দলের গণতান্ত্রিক প্রথাকে তুলে ধরতে মরিয়া গেরুয়া দলের নেতারা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার কথায়, 'গণতন্ত্রে ভোটে প্রতিদ্বন্দ্বিতার অধিকার প্রত্যেকের রয়েছে। তাই এই ড্রপ বক্সে বিজেপির হয়ে পুর ভোটে লড়াইয়ে ইচ্ছুকরা আবেদন করবেন। আবেদনকারীকে যে দলের সদস্য হতেই হবে এমন কোনও বাধ্যবাধকতাও নেই।'

আরও পড়ুন: ভোট লুঠ করা যাবে না, কাউন্সিলরদের বার্তা তৃণমূলের

প্রার্থী খুঁজতে জোড়া-ফুল শিবিরের ড্রপ বক্স ব্যবস্থাকে কটাক্ষ করেছে রাজ্যর শাসক দল তৃণমূল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, 'ভোটের প্রার্থী খুঁজতে এমনই হিমশিম অবস্থা যে বিজেপিকে অফিসের বাইরে বাক্স পাততে হচ্ছে। হারার আগেই হেরে গিয়েছে ওরা।' কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী তাচ্ছিল্যের সুরে বলেন, 'বাংলায় ওই বাক্স কোনও দিনও ভরবে না।'

কলকাতা ও হাওড়া পুরনিগম সহ রাজ্যে শতাধিক পুরসভার ভোট আগামী এপ্রিলেই হতে পারে বলে মনে করা হচ্ছে। দোলের পরই রাজ্য নির্বাচন কমিশন ভোট নিয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh West Bengal modi
Advertisment