বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ। মোট ৬৩টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয় এদিন। একনজরে দেখে নিন উলেখযোগ্য নাম।
দেখুন এই তালিকা: অশোক লাহিড়ি (আলিপুরদুয়ার)
রাজীব বন্দ্যোপাধ্যায় (ডোমজুড়)
রবীন্দ্রনাথ ভট্টাচার্য (সিঙ্গুর)
নিশিথ প্রামাণিক (দিনহাটা)
বাবুল সুপ্রিয় (টালিগঞ্জ)
যশ দাশগুপ্ত (চণ্ডীতলা)
পায়েল সরকার (বেহালা পূর্ব)
চিকিৎসক ইন্দ্রনীল খাঁ (কসবা)
তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর, হাওড়া)
লকেট চট্টোপাধ্যায় (চুচুড়া)
অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ)
হাওড়া (দক্ষিণ): রন্তিদেব সেনগুপ্ত
এদিন প্রার্থী তালিকা ঘোষণার পর বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের দাবি করেব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, 'রাজ্যের হতাশার পরিবেশ থেকে মুক্তি চাইছে বাংলার মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসল পরিবর্তনের পক্ষে ভোট দেবে বাংলা।' তিনি 34 বছরের বাম সরকার ও দশ বছরের তৃণমূল সরকারকে তোপ দাগেন দেবশ্রী চৌধুরী।
তার অভিযোগ, চুয়াল্লিশ বছরে বাংলা শুধু পরিযায়ী শ্রমিক আর বৃদ্ধতন্ত্র দিয়েছে। এবারের ভোটের পর সেই অবস্থার পরিবর্তন হবে।