Mukul Roy BJP: সব জল্পনার অবসান। আজ, শুক্রবারই তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায়। অর্থাৎ 'ঘরওয়াপসি' হচ্ছে একদা তৃণমূলে সেকেন্ড ইন কমান্ডের। ইতিমধ্যেই সল্টলেকের বাড়ি তৃণমূলে ভবনের উদ্দেশে থেকে রওনা দিয়েছেন মুকুল রায়। অন্যদিকে ্প্রায় একই সময় কালীঘাটের বাড়ি থেকেও বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই কালীঘাটের তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে খবর। দুপুর তিনটের সময় সেই বৈঠকে উপস্থিত থাকার কথা অভিষক বন্দ্যোপাধ্যায়-সহ দলের প্রথম সারির নেতারা। জানা গিয়েছে, তাঁদের উপস্থিতিতেই তৃণমূলে ঘরওয়াপসি হবে মুকুল-শুভ্রাংশুর।
আরও পড়ুন- বিজেপিতে বাড়ছে বেসুরো নেতা-নেত্রী, তীব্র কটাক্ষ দিলীপের
শুক্রবারই শুভ্রাংশু-সহ ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে ভোটের পর থেকেই দূরত্ব বাড়ছিল নেতৃত্বের। দলের বৈঠকে যাচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়ালেও তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিজেপি নেতা। যদি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন তাহলে সেটা সাম্প্রতিক কালে বিজেপির বিরাট ধাক্কা হবে। সেইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন