/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/amit-shah-2.jpg)
রোড শো অমিত শাহর। এক্সপ্রেস ফাইল ছবি
বুধবার বঙ্গ সফরে এসে ফের ২০০-র বেশি আসনে জেতার দাবি করলেন অমিত শাহ। এদিন সিঙ্গুর, ডোমজুড় আর বালিতে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রচারের ফাঁকে তিনি মধ্যহ্নভোজন সারেন দলীয় কর্মীর বাড়িতে। উপস্থিত ছিলেন ডোমজুড় বিধানসভায় বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন শাহ।
তিনি বলেন, ‘প্রথম তিন দফায় ৯১টি আসনের মধ্যে ৬৮-৭০টি আসন পাবে বিজেপি। বাকি আসন ভাগ করবে কংগ্রেস, তৃণমূল আর কম্যুউনিস্টরা। এভাবেই পরের দফাগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০-র বেশি আসনে জয় লাভ করবে বিজেপি।‘
তাঁর দাবি, ‘ডোমজুড়ের একটি মাত্র গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখার সুযোগ হয়েছে। কিন্তু মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতোন। আমার আমার বিশ্বাস ডোমজুরের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। তৃণমূল নেতাদের আচরণ, কথা এবং হতাশা বলে দিচ্ছে ২ মে-র পর বাংলায় সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি।‘
এদিকে, বাংলায় পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর সিঙ্গুরে এদিন রোড শো করেছেন অমিত শাহ। ক্ষমতায় আসার পর ১০ বছরে সিঙ্গুরে কোনও উন্নয়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলে এদিন অভিযোগ করলেন অমিত শাহ।
সিঙ্গুর আসনের বিজেপি প্রার্থী একদা জমি আন্দোলনে মমতার ‘সেনাপতি’ তথা সদ্যপ্রাক্তন তৃণমূল নেতা অশীতিপর রবীন্দ্রনাথ ভট্টাচার্য।শাহী ‘রোড শো’-এ বিজেপি-কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতোন।
বুধবার হুগলির জমি আন্দোলনের কেন্দ্রে বিজেপি-র প্রচারে এসে অমিত বলেন, ‘পৃথিবী থেমে থাকে না।জঙ্গল মহল থেকে সুন্দরবন, উত্তরবঙ্গ থেকে সিঙ্গুর সর্বত্রই এখন পরিবর্তনের হাওয়া। পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে বিজেপি-র ভাবনা শুধুমাত্র ন্যানো-কেন্দ্রিক নয়, বৃহত্তর।‘