'এক ব্যক্তি এক পদ’। যা নিয়ে তৃণমূলের অভ্যন্তরে তুঙ্গে কাজিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যুব নেতৃত্ব এই নীতির পক্ষে সোচ্চার। পাল্টা ফিরহাদ হাকিম আবার দলের সিদ্ধান্ত জনসমক্ষে আনার বিরোধিতা করেছেন। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে 'এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে শুক্রবার পোস্ট হয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের টুইটার অ্যাকাউন্টে। ফলে বিতর্ক আরও বাড়ে। এরপরই মন্ত্রীর দাবি, ওই পোস্ট তিনি করেননি। আইপ্যাক করে দিয়েছে।
Advertisment
অনুমতি না নিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে সিদ্ধান্ত পোস্ট করে দেওয়ায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরাসরি তিনি অভিযোগের আঙুল তুলেছেন আইপ্যাকের বিরুদ্ধে। চন্দ্রিমাদেবীর কথায়, 'ওই টুইটার অ্যাকাউন্টটি আইপ্যাকই তৈরি করেছিল। ওদের লোকই আমার অনুমতি নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করত। কিন্তু এ দিন দলীয় নীতির সমর্থনে যে পোস্টটি করা হয়েছে তা নিয়ে আমার কোনও অনুমতি চাওয়া হয়নি। আমার সম্মতি না নিয়েই এই পোস্ট করেছে আইপ্যাক। এটা অনুচিত কাজ। প্রতিবাদ করছি।'
এর কিছিক্ষণের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যের টুইটার অ্যাকাউন্টির কভার ফটো হিসাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাওয়া যায়।
এদিকে, তৃণমূল এবং আইপ্যাকের সম্পর্কে চিড় ধরেছে ফলে গত কয়েকদিন ধরেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। সেই চর্চা আরও বাড়ল। জানা গিয়েছে, টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করেছে আইপ্যাক। তারপরই আইপ্যাকের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিস্ফোরখ অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।