হাওড়ার বাঁকড়ায় বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে উত্তেজনা। অভিযোগ, এদিন জোড়া অশ্বত্থতলা এলাকায় ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থীর মিছিল আটকান তৃণমূল কর্মীরা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান তাঁরা। এনিয়ে উত্তেজনা ছড়ালে প্রার্থীর সঙ্গে থাকা পুলিশ ও আধা সেনা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
উল্লেখ্য, এবার ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড প্লেনে দিল্লিতে গিয়ে অমিত শাহর বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছিলেন তিনি। তাঁকে সঙ্গত দিয়েছিলেন বালির বিদায়ী বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন্দ্রনাথ চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও। ডোমজুড়ের তৃণমূল বিধায়ক ছিলেন রাজীব। ঘটনাচক্রে তৃণমূলত্যাগী বিধায়ক প্রত্যেকেই এবার বিজেপির টিকিটে ভোটে লড়ছেন। ডোমজুড় থেকেই বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি।
এদিকে, রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে পুরোদমে প্রচার চালালেন বিভিন্ন দলের প্রার্থীরা। বন্দর এলাকায় পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। বেহালা পূর্বে প্রচারে নামেন বিজেপির পায়েল সরকার। বিধাননগর এলাকায় ঘুরতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে। টলিগঞ্জের বাম প্রার্থী দেবদূত ঘোষকেও জনসংযোগে পথে নামতে দেখা গিয়েছে।
এদিন প্রচারে ঝড় তুলতে পথে নামেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বাঁকুড়ায় সায়ন্তিকা এবং ব্যারাকপুরে রাজ চক্রবর্তী।