ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত-নিহত কর্মীদের নামের তালিকা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছে বঙ্গ বিজেপি। এমনটাই জানিয়েছেন রাজ্য নেতৃত্বের এক নেতা। তাঁর কথায়, শাসকদল তৃণমূলের অত্যাচারে কয়েক শো কর্মী এবং তাঁর পরিজন আক্রান্ত। তাঁরা এখনও আর্থিক সাহায্যের মুখাপেক্ষী।
জানা গিয়েছে, গেরুয়া শিবিরের নেতারা নামের তালিকা ধরে সেই সব বাড়িতে গিয়ে খোঁজ নেবেন। ভেরিফিকেশনের পরই ক্ষতিপূরণের টাকা নির্ধারিত করা হবে। দলের রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমরা তালিকা পাঠিয়েছি। যেহেতু আক্রান্তের সংখ্যা অনেক বেশি তাই ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে প্রত্যেকটি অভিযোগের। সেই কাজ সম্পন্ন হলেই কর্মী ও তাঁর পরিজনদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে।"
আরও পড়ুন পৃথক রাজ্য: দুই বিজেপি বিধায়কের গলায় পরস্পর বিরোধী সুর, অবস্থান স্পষ্টের দাবি তৃণমূলের
বিজেপির দাবি, রাজ্যে ১১ হাজারেরও বেশি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। শয়ে শয়ে কর্মীরা আক্রান্ত হয়েছেন। অনেকে মারাও গিয়েছেন। পদ্মশিবির ঘোষণা করেছে, যে সমস্ত নেতা-কর্মী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেবে দল। যদিও দুমাস কেটে গেলেও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা ক্ষতিপূরণ পাননি।
আরও পড়ুন রাজ্যসভার ভোটে লড়াইতে নেই বিজেপি, ঘোষণা শুভেন্দুর