/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/surya-kanta-mishra-759.jpg)
সূর্যকান্ত মিশ্র, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
লোকসভা ভোটের আগে এরাজ্যে আবারও জোটের বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এ রাজ্যে বাম-কংগ্রেস জোটের পক্ষেই কার্যত সওয়াল করলেন সূর্য। বিজেপিকে হঠাতে কংগ্রেসকে সমর্থন করার বার্তা দিয়েছেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন যে, এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে কংগ্রেসকেই সমর্থন করবে তাঁর দল। তিনি আরও বলেছেন যে, যেখানে বিজেপির বিকল্প হিসেবে শুধুমাত্র কংগ্রেস থাকবে, সেখানে কংগ্রেসকেই ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে দলীয় কর্মীদের উদ্দেশে। ছত্তীসগড়ে আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলেই এহেন মন্তব্য করেছেন তিনি।
সল্টলেকে সিবিআই কার্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে সূর্যকান্ত বলেন, ‘‘যেসব এলাকায় কংগ্রেস ও বিজেপির লড়াই, সেখানে বিজেপিকে আমরা হারাব। যদি আমাদের বিজেপিকে হারাতে হয়, তবে কংগ্রেসই একমাত্র বিকল্প, ফলে কোনও কিছু না ভেবেই কংগ্রেসকেই ভোট দেব।’’
আরও পড়ুন: অনুব্রতের রাখাল-বাগাল বক্তব্য শোনার পরেও সংযত দিলীপ ঘোষ
অন্যদিকে, এ রাজ্যের ভোটব্যাঙ্কের প্রসঙ্গে তিনি বলেছেন যে, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের একজোট হতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখানে আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। বিরোধী ভোটকে জোটবদ্ধ হতে হবে...সেজন্য আমাদের কংগ্রেসকে সমর্থন করতে হবে।’’ উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটেও এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল বামেরা।
এ রাজ্যে বাম-কংগ্রেস জোট নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতিও। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বললেন, ‘‘২০১৬ সালে বিধানসভা ভোটে শীর্ষ নেতৃত্বের নির্দেশে সিপিএমের সঙ্গে আমরা বোঝাপড়া করেছিলাম। এখন যদি ওঁরা মনে করেন যে, দেশের স্বার্থে আমাদের সমর্থনের দরকার, তাহলে ওঁদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাব।’’
Read the full story in English