New Update
Advertisment
আজ ঝাড়গ্রামের পর রানিবাঁধের সভায় বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বলেন, "গত ১০ বছরে বাংলায় শুধু কাটমানির সংস্কৃতি। তৃণমূব শাসনে লাগাতার দুর্নীতি হয়ে চলেছে বাংলায়। আদিবাসী শংসাপত্র নিতেও টাকা দিতে হয়। আমফানের টাকা লুঠ করেছে তৃণমূল।"
এদিকে, ভোটের বাংলায় হাইভোল্টেজ প্রচার। দু’দিনের সফরে রবিবারই পশ্চিমবঙ্গে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার খড়্গপুর সদর কেন্দ্রে দলীয় প্রার্থী হিরণের সমর্থনে রোড শো করেন তিনি। সেখান থেকে ফের এ রাজ্যে দু’শোর বেশি আসন পাওয়ার দাবিও করেছেন শাহ। এদিন আধিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামে হেলিকপ্টর বিভ্রাটের জেরে পৌঁছতে পারেননি তিনি। ভার্চুয়ালভাবেই সভায় বক্তব্য রাখেন বিজেপির ‘চাণক্য’। সেখানেই গত দশ বছরে তৃণমূল সরকারের আমলে বাংলা কতটা পিছিয়ে গিয়েছে তার খতিয়ান পেশ করেন কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রী।
কী বললেন শাহ?
‘হেলিকপ্টার বিভ্রাটের কারণে ঝাড়গ্রাম যেতে পারলাম না। তবে কথা দিচ্ছি নির্বাচন শেষে ঙোয়ার আগেই ফের ঝাড়গ্রামে যাবো।’
‘ক্ষমতায় আসলে ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে।’
‘দিদির আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পায়নি পশ্চিমবঙ্গ। বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের আত্মনির্ভর করবে।’
‘বাংলা এক সময় দেশের উন্ননে পথ দেখাত, কিন্তু গত ১০ বছরে তৃণমূল বাংলাকে পাতালে পৌঁছে দিয়েছে।’
‘আদিবাসীদের উন্নয়েন ১০০ কোটির তহবিল। রেসিডেনশিয়াল হস্টেল তৈরি হবে।’
কপ্টারে যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার শেষ মুহূর্তে অমিত শাহের ঝাড়গ্রামের সভা বাতিল হয়। তবে সশীরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবায় বক্তব্য পেশ করেন তিনি। যদিও তৃণমূলের দাবি সভায় লোক না হওয়াতেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।