Advertisment

উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগ, দিলীপ-কৈলাসদের বিরুদ্ধে FIR

খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানোর অভিযোগে এবার পাল্টা দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআৎ দায়ের করল পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে একথা জানানো হয়েছে। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

Advertisment

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিরুদ্ধে আমফান ও করোনা দুর্নীতি, বেকারত্বের হার, চা শ্রমিকদের দুরবস্থা-সহ একাধিক অভিযোগ তুলে সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়ি, ফুলবাড়ি অঞ্চলে। উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয় এক বিজেপির কর্মীর। বছর পঞ্চাশের ওই ব্যক্তির নাম উলেন রায়। পুলিশের ছোড়া বুলেটের সেলের আঘাতে মৃত্যু বলে দাবি বিজেপির। প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় পদ্ম বাহিনী।

আরও পড়ুন ফের রাজ্যে নাড্ডা, মমতার গড়েই অংশ নেবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে

যদিও বিজেপির কর্মসূচি ‘হিংসাত্ম’ বলে দাবি করে তাদের দিকে ওঠা অভিযোগ নস্যাত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ‘শিলিগুড়িতে, একটি রাজনৈতিক দলের সমর্থকরা তাদের প্রতিবাদ কর্মসূচির সময় মারাত্মক হিংসাত্মক কার্যকলাপ করেছেন। তারা অগ্নিসংযোগ, ইট-বৃষ্টি, গুলি চালানো এবং সরকারী সম্পত্তি ভাঙচুর করছেন। পুলিশ সংযম দেখিয়েছে এবং লাঠিচার্জ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল জল কামান এবং কাঁদানে গ্যাস ব্যবহৃত করা হয়েছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।‘

পরে শটগানের গুলি লেগেই মৃত্যু হয়েছে উলেন রায়ের, ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরে এই দাবি করে পশ্চিমবঙ্গ পুলিশ। যদিও পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘পুলিশ গুলি চালায়নি তো কে গুলি চালাল? এখন সব ধামাচাপা দিতেই সিআইডি তদন্তের কথা বলা হচ্ছে। শুধু উলেন রায় নয়, দলের আরও ১০-১২ জন কর্মীর দেহে ক্ষতের দাহ রয়েছে। নিরপেক্ষ তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে।’ উল্লেখ্য, জলপাইগুড়ি আদালতের নির্দেশে সোমবার শিলিগুড়িতে মৃত বিজেপি কর্মীর দেহ আজ ফের ময়নাতদন্ত হবে। ১১ তারিখের মধ্যে ঘটনার সমস্ত তথ্য পেশ করতে হবে জলপাইগুড়ি আদালতে।

আরও পড়ুন শুভেন্দুর সঙ্গে এবার পোস্টারে সাংসদ সুনীল মণ্ডলের ছবি, অস্বস্তি বাড়ছে তৃণমূলের

dilip ghosh Kailash Vijayvargiya Uttarkanya March bjp
Advertisment